সংবাদদাতা, মালদহ : এবার ‘সবুজসাথী’ প্রকল্পে মালদহ জেলায় ৭৯ হাজার নতুন সাইকেল দেওয়া হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গাজোলের প্রশাসনিক সভা থেকে বেশ কিছু পড়ুয়াকে নিজের হাতে সাইকেল বিতরণ করে এই প্রকল্পের শুভারম্ভ করেছেন। প্রশাসনিক সভার মঞ্চ থেকেই চার হাজার পড়ুয়াকে সাইকেল দেওয়া হয়। এখনও জেলার ১৫টি ব্লক এবং দুটি পুরসভার শহর ও গ্রামীণ এলাকার সরকার অনুমোদিত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ৪০ হাজার সাইকেল বিতরণ করা হয়েছে। বাকি রয়েছে ৩৯ হাজার। সেই সাইকেল ফিটিংয়ের কাজ চলছে।
আরও পড়ুন-৩ কোটি ৫৫ লক্ষ টাকায় তৈরি হচ্ছে রাস্তা
এ মাসের তৃতীয় সপ্তাহের মধ্যেই পড়ুয়াদের সেই সাইকেল প্রদানপর্ব শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। মালদহ জেলা অনগ্রসর শ্রেণিকল্যাণ দফতরের আধিকারিক বিজয় মোক্তার জানান, মোট ৭৯ হাজার সাইকেল দেওয়া হবে। ২০১৫-’১৬ অর্থবর্ষে মুখ্যমন্ত্রীর হাত ধরে সবুজসাথী প্রকল্পের সূচনা হয়েছিল। তারপর থেকে এই প্রকল্প সব জায়গায় আলোড়ন ফেলে দেয়। মালদহে ২০২১-এ ৮১ হাজার ও ২০২২-এ ৬৭ হাজার সাইকেল রাজ্য সরকার দিয়েছে। ২০২৩-এ ৭৯ হাজার পড়ুয়াকে সাইকেল দেওয়া হবে। উপকৃত হবে পড়ুয়ারা।