৩ কোটি ৫৫ লক্ষ টাকায় তৈরি হচ্ছে রাস্তা

আইডিয়াল ক্লাব জার্সিস মোড় থেকে স্লুইসগেট পর্যন্ত রাস্তার শিলান্যাস করা হয়। মোট সাড়ে ছয় কিলোমিটার রাস্তার নির্মাণকার্য শুরু হয় এদিন

Must read

সংবাদদাতা, মালদহ : দাবি পূরণ হল হরিশচন্দ্রপুরবাসীর। মালদহ জেলা পরিষদের উদ্যোগে শুরু হল রাস্তা নির্মাণের কাজ। শিলান্যাস করেন রাজ্যের ক্ষুদ্র কুটির শিল্প দফতরের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন। হরিশচন্দ্রপুর ১নং ব্লকের আইডিয়াল ক্লাব জার্সিস মোড় থেকে স্লুইসগেট পর্যন্ত রাস্তার শিলান্যাস করা হয়। মোট সাড়ে ছয় কিলোমিটার রাস্তার নির্মাণকার্য শুরু হয় এদিন।

আরও পড়ুন-পথশিশুদের খাবার দিতে দুয়ারে অঙ্গনওয়াড়ি

মালদহ জেলা পরিষদ সদস্য মমতাজ বেগম তাঁর এলাকায় রাস্তা নির্মাণের জন্য প্রস্তাব দেন। জনসাধারণের দাবিকে মান্যতা দিয়ে এই প্রকল্পের জন্য ৩ কোটি ৫৫ লক্ষ টাকা বরাদ্দ করেন মালদহ জেলা পরিষদ। মন্ত্রী ছাড়াও এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি এটিএম রফিকুল হোসেন, কর্মাধ্যক্ষ মর্জিনা খাতুন, মমতাজ বেগম, আমিনুল হক প্রমূখ। জেলা পরিষদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।

Latest article