বাংলার সমস্ত শ্রমজীবী মানুষ আসবেন একছাতায়

উত্তর ২৪ পরগনার বাগদা বিধানসভার গোবরাপুরে নীলদর্পণ ব্লক আইএনটিটিইউসির কর্মিসভায় বললেন, আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

Must read

সংবাদদাতা, বনগাঁ : বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতিতে এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনায় বাংলার সমস্ত শ্রমজীবী মানুষকে এক ছাতার তলায় আনার কাজ চলছে। মুখ্যমন্ত্রীর মস্তিষ্কপ্রসূত দুয়ারে সরকার প্রকল্প, যেটিকে কেন্দ্রীয় সরকার ৭৯৯টি প্রকল্পের মধ্যে সেরার সেরা প্রকল্প বলে স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে, সেই প্রকল্পে ১ কোটি ৪২ লক্ষ অসংগঠিত শ্রমিক উপকৃত হয়েছেন।

আরও পড়ুন-মালদহে ৭৯ হাজার পড়ুয়াকে সবুজসাথী

সোমবার বিকেলে উত্তর ২৪ পরগনার বাগদা বিধানসভার গোবরাপুরে নীলদর্পণ ব্লক আইএনটিটিইউসির কর্মিসভায় বললেন, আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। জানালেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব প্রতিটি সেক্টরকে এক ছাতার তলায় আনার চেষ্টা চলছে। এতে অসংগঠিত শ্রমিকরা সুফল পাবেন। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার পর সভা এবং মাইকে প্রচারের মাধ্যমে তাঁদের সংগঠনের আওতায় আনা হবে। পঞ্চায়েত নির্বাচন প্রসঙ্গে ঋতব্রত বলেন, আমরা ধারাবাহিকভাবে মানুষের সঙ্গে থাকি। ফেষ্টুন, ব্যানার ছিঁড়ে আমরা রাজনীতি করি না। মুখ্যমন্ত্রী নানান প্রকল্পে মানুষের উপকার করে চলেছেন।

আরও পড়ুন-৩ কোটি ৫৫ লক্ষ টাকায় তৈরি হচ্ছে রাস্তা

বাংলার মানুষ বুঝে গিয়েছেন তাঁদের বন্ধু উনি। তাই তৃণমূলের জয় নিশ্চিত। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে বলেন, লোকসভায় তাঁর প্রশ্ন-উত্তরে ১০০ দিনের কাজে দেশে ১০ হাজার কোটি টাকা আটকে রাখা হয়েছে। তার মধ্যে ৫৫ শতাংশ বাংলার বকেয়া। বিজেপি রাজনৈতিক ভাবে না পেরে বাংলাকে ভাতে মারার চেষ্টা করছে। সভায় মহিলাদের উপস্থিতি ছিল লক্ষ্য করার মতো।

Latest article