অবশেষে নীচে নামল কলকাতার (Kolkata) পারদ। কলকাতার তাপমাত্রা আজ, রবিবার ১৮। ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি কম। জানা যাচ্ছে আগামী চার-পাঁচ দিন কলকাতার তাপমাত্রা ২০ ডিগ্রির নীচে থাকবে। সকাল সন্ধ্যায় কলকাতায় ভালোই শীতের আমেজ থাকবে।জেলায় যদিও শীতের আমেজ আরেকটু বেশি বাড়ল।
আরও পড়ুন-বেলুড়ে নেচারোপ্যাথি মেডিক্যাল কলেজ
আগামী চার-পাঁচ দিন এই শীত বজায় থাকবে। জেলায় তাপমাত্রা ১৪/১৫ ডিগ্রিতে নামটাও অস্বাভাবিক না। সব থেকে বেশি পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে পারদ নামবে। পূর্ব ভারতের সব রাজ্যের তাপমাত্রা অনেকটাই নামছে। পশ্চিমী ঝঞ্ঝা যাওয়া পরেই উত্তর-পশ্চিমের শীতল হাওয়ায় শীতের শুরু পশ্চিমবঙ্গে। জলীয় বাষ্প কমে যাওয়ায় শীতল ও শুষ্ক আবহাওয়া আগামী কয়েকদিন। আজ নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে চলেছে উত্তর-পশ্চিম ভারতে। তাই আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে জম্মু-কাশ্মীর, লাদাখ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশে এবং উত্তরপ্রদেশের কিছু অংশে। পশ্চিমী ঝঞ্ঝা পূর্ব দিকে এলে দার্জিলিং, কালিম্পং এবং সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা থেকেই যাচ্ছে।
আরও পড়ুন-অখিল-সৌমিত্র দুয়ের নিন্দা করলেন শতাব্দী
পূর্ব ভারতের রাজ্যগুলিতেও দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আবার বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা। ১৬ নভেম্বর বুধবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরের সংযোগস্থলে এই নিম্নচাপ হতে পারে। এই নিম্নচাপ শক্তিশালী হয়ে তামিলনাডু ও পন্ডিচেরি উপকূলের দিকে যাবে বলে জানা গিয়েছে।