বেলুড়ে নেচারোপ্যাথি মেডিক্যাল কলেজ

স্নাতক স্তরে ওই পাঠ্যক্রমের মেয়াদ হবে সাড়ে পাঁচ বছরের। যার মধ্যে চার বছর পঠনপাঠন এবং এক বছর শিক্ষানবিশির জন্য বরাদ্দ থাকবে।

Must read

প্রতিবেদন : হাওড়ার বেলুড়ে পূর্ব ভারতের প্রথম যোগ ও নেচারোপ্যাথি হাসপাতাল তথা মেডিক্যাল কলেজে স্নাতক স্তরের পঠনপাঠন আগামী শিক্ষাবর্ষ থেকেই শুরু হবে। ৫০টি আসন নিয়ে নেচারোপ্যথি এবং যোগ বিজ্ঞানের স্নাতকের পঠনপাঠন শুরু হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুন-অখিল-সৌমিত্র দুয়ের নিন্দা করলেন শতাব্দী

স্নাতক স্তরে ওই পাঠ্যক্রমের মেয়াদ হবে সাড়ে পাঁচ বছরের। যার মধ্যে চার বছর পঠনপাঠন এবং এক বছর শিক্ষানবিশির জন্য বরাদ্দ থাকবে। রাজ্য সরকার মেডিক্যাল কলেজটি চালু করার জন্য শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে। ইতিমধ্যেই সীমিত সংখ্যক চিকিৎসক ও কর্মী নিয়ে আংশিকভাবে ওই হাসপাতালে বহির্বিভাগ চালু করা হয়েছে। সেটিও খুব শীঘ্রই পুরোদমে চালু হবে। ওই প্রকল্পের জন্য বরাদ্দ ৬৭ কোটি টাকার বেশি। যার মধ্যে স্বাস্থ্য দফতর ৩৩ কোটি টাকা ইতিমধ্যেই দিয়ে দিয়েছে। বেলুড় স্টেট জেনারেল হাসপাতাল চত্বরে ১৭ বিঘা জমির উপরে তৈরি হওয়া ওই মেডিক্যাল কলেজ নির্মাণের কাজ ৮০ শতাংশ সম্পন্ন হয়ে গেছে বলে জানানো হয়েছে।

Latest article