একুশের স্বতঃস্ফূর্ততায় আবেগে বৃদ্ধা থেকে ছাত্র-যুব

মঞ্চে গাইছে তৃণমূলের ছাত্র-যুবদের ‘জয়ী’ বাংলা ব্যান্ড। ২১-এর সভায় এদিন আলাদা করে নজর কেড়েছিলেন কাদম্বিনী দেবী।

Must read

প্রতিবেদন : স্বতঃস্ফূর্ততার বহিঃপ্রকাশ দেখল ২১-এর শহিদ স্মরণ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে মানুষের আবেগ, উচ্ছ্বাস বারবার প্রমাণ করে দেয় এই ২১-এর মঞ্চ। নবতিপর প্রৌঢ়াও ফিরে পান নতুন উদ্যম। এবারের একুশেও তা বাদ থাকল না। ছাত্র-যুব-অগুনতি সাধারণ মানুষের সঙ্গে বয়সের ভারে ন্যুব্জ বৃদ্ধাও হাজির হয়েছিলেন ধর্মতলায়। নাম কাদম্বিনী সাহা। বয়স ৯৫। সুদূর দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থেকে তিনি এসেছিলেন ২১-এর মঞ্চের সাক্ষী হতে। উন্নয়নের স্লোগান তুলে ছাত্র-যুবদের সঙ্গে তালে তালে কোমর দোলালেন তিনি। দুই হাত তুলে দিলেন জয়ধ্বনি। ঝিরঝিরে বৃষ্টি ততক্ষণে শুরু হয়ে গিয়েছে।

আরও পড়ুন-পরাজিত হয়েছে রামধনু জোট

মঞ্চে গাইছে তৃণমূলের ছাত্র-যুবদের ‘জয়ী’ বাংলা ব্যান্ড। ২১-এর সভায় এদিন আলাদা করে নজর কেড়েছিলেন কাদম্বিনী দেবী। তাঁর মতোই উত্তর-দক্ষিণের বিভিন্ন প্রান্ত থেকে হাজির হয়েছিলেন বহু মানুষ। শুক্রবার বেলা ১২টায় যেন গোটা রাজ্য উপস্থিত হয়েছে ধর্মতলায়। সভা চত্বর পরিণত হয়েছিল জনসমুদ্রে। ‘জয়বাংলা, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মা-মাটি-মানুষ জিন্দাবাদ’ স্লোগানে মুখরিত হয়ে উঠেছিল কলকাতা। দু-তিন দিন আগে থেকেই ২১-এর সভার সাক্ষী হতে মানুষ হাজির হয়েছিলেন। হাতে লেখা পোস্টার, কেন্দ্রের বঞ্চনা, মণিপুরের নৃশংসতা, মোদি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ শহিদ দিবসের সভাস্থলে গর্জে উঠেছিল।

আরও পড়ুন-উত্তরের উন্নয়ন নেত্রীর জন্যই

উন্নয়নের চিত্র তুলির টানে কেউ তুলে ধরেছিলেন মুখমণ্ডলে, কেউ আবার তৃণমূলের প্রতীক দিয়ে সাজিয়ে ছিলেন টুপি। বাংলার মানুষের প্রতিভাও এদিন ধরা দিয়েছে ২১-এর সভায়। কাতারে কাতারে মানুষ কিন্তু সুষ্ঠু ব্যবস্থা। কোথাও কোনও বিশৃঙ্খলা হয়নি। সভায় হঠাৎ একজন অসুস্থ হয়ে পড়েন। ব্যস্ততার মধ্যেই মঞ্চ থেকে মন্ত্রী অরূপ বিশ্বাস ঘোষণা করেন অসুস্থ ব্যক্তিকে উপস্থিত মেডিক্যাল ক্যাম্পে নিয়ে যেতে। এরই মাঝে দেখা গেল একুশের সমাবেশে এসেছে মহাকাশ যান। একটা নয়, খান তিন-চারেক মহাকাশ যান চোখে পড়েছে। তার কোনওটার গায়ে লেখা কন্যাশ্রী, কোনওটায় লক্ষ্মীর ভাণ্ডার-স্বাস্থ্যসাথী। যাঁরা এই মহাকাশ যান নিয়ে মিছিলে যাচ্ছেন তাঁদেরই মধ্যে একজন বলেন, ‘‘তৃণমূল এভাবে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখে। তাই মহাকাশ যান।’’ এরই মধ্যে মঞ্চে উঠলেন নচিকেতা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায় যে নতুন ভোরের ডাক দিয়েছেন, নচিকেতা তাঁর গানের মধ্যে দিয়ে সেই ভোরের সূচনা করলেন। গাইলেন, ‘‘স্বপ্ন স্বপ্ন স্বপ্ন দেখে মন…।’’

Latest article