সমাবেশ থেকে ফেরার পথে দুর্ঘটনায় মৃত ২ তৃণমূল কর্মী

বারাসত ১১ নম্বর রেলগেটে বাথরুম করতে যাওয়ার সময় আপ বনগাঁ লোকালে ধাক্কা খেয়ে মৃত্যু হয় তাঁর। মৃত সমর্থকের নাম কুতুবউদ্দিন মণ্ডল।

Must read

প্রতিবেদন : একুশে জুলাইয়ের শহিদ স্মরণের সমাবেশ থেকে ফেরার পথে একাধিক দুর্ঘটনা ঘটল শুক্রবার। মৃত দুই। প্রথম ঘটনাটি ঘটে শুক্রবার খড়্গপুরের রূপনারায়ণপুরে। নয়ানজুলিতে পড়ে যায় তৃণমূলের কর্মী-সমর্থক বোঝাই বাসটি। আহতর সংখ্যা কমপক্ষে ৫৪ জন। মৃতের নাম বিকাশ টুডু (২৮)। আহতদের মধ্যে ২০ জনকে ইতিমধ্যেই নিয়ে আসা হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে।

আরও পড়ুন-একুশের স্বতঃস্ফূর্ততায় আবেগে বৃদ্ধা থেকে ছাত্র-যুব

ঘটনাস্থলে পৌঁছন পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের আধিকারিকরা। শুধুমাত্র বান্দোয়ানের পথেই নয়, একুশে জুলাইয়ের সমাবেশ সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা কবলে পড়েন এক সমর্থক। সেই দুর্ঘটনায় মৃত্যু হয় নদিয়ার ওই তৃণমূল সমর্থকের। শুক্রবার বিকেল ৫টা নাগাদ ধর্মতলা থেকে তৃণমূলের একুশে জুলাইয়ের সমাবেশ সেরে ফিরছিলেন ওই ব্যক্তি। বারাসত ১১ নম্বর রেলগেটে বাথরুম করতে যাওয়ার সময় আপ বনগাঁ লোকালে ধাক্কা খেয়ে মৃত্যু হয় তাঁর। মৃত সমর্থকের নাম কুতুবউদ্দিন মণ্ডল।

Latest article