সুপ্রিম কোর্টে মোদি সরকারের ডিগবাজি, টিকাকরণে আধার বাধ্যতামূলক নয়

সুপ্রিম কোর্টে দায়ের হওয়া একটি জনস্বার্থ মামলায় বলা হয়েছিল, বেশ কিছু কোভিড টিকাকরণ কেন্দ্রে টিকা দেওয়ার সময় আধার কার্ড দেখানো বাধ্যতামূলক করা হয়েছে।

Must read

প্রতিবেদন : সুপ্রিম কোর্টে ফের ডিগবাজি খেল নরেন্দ্র মোদি সরকার। এতদিন করোনার টিকা নিতে গেলে কেন্দ্রের নির্দেশ অনুযায়ী আধার কার্ড দেখানো ছিল বাধ্যতামূলক। কিন্তু সোমবার কেন্দ্র সুপ্রিম কোর্টকে জানায়, করোনার টিকা নেওয়ার জন্য আধার কার্ডের তথ্য দেওয়া বাধ্যতামূলক নয়।

আরও পড়ুন-রঞ্জিতে নেই হার্দিক

এদিন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টকে জানানো হয়েছে, কোভিড-১৯ টিকাকরণের জন্য কো-উইন পোর্টালে আধারের সমস্ত তথ্য দেওয়া বাধ্যতামূলক কোনও শর্ত নয়। কেন্দ্রের এই বক্তব্য শোনার পর, শীর্ষ আদালত জানিয়ে দেয়, টিকাকরণের ক্ষেত্রে আধার কার্ড দেখানোর জন্য যেন কাউকে জোর করা না হয়।

আরও পড়ুন-ওগবেচেকে আটকানোই শুভাশিসদের চ্যালেঞ্জ

সুপ্রিম কোর্টে দায়ের হওয়া একটি জনস্বার্থ মামলায় বলা হয়েছিল, বেশ কিছু কোভিড টিকাকরণ কেন্দ্রে টিকা দেওয়ার সময় আধার কার্ড দেখানো বাধ্যতামূলক করা হয়েছে। বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি সূর্যকান্তের বেঞ্চে এই আবেদনের শুনানি হয়। এদিনের শুনানিতে বেঞ্চ জানায়, টিকা নেওয়ার ক্ষেত্রে আধার কার্ডই একমাত্র পরিচয়পত্র হিসেবে কখনওই বিবেচ্য হতে পারে না। টিকা নেওয়ার জন্য কো-উইন পোর্টালে নাম নথিভুক্ত করার জন্য আধার কার্ড বাধ্যতামূলক নয়। নাম নথিভুক্ত করার ক্ষেত্রে নয়টি পরিচয়পত্রের যে কোনও একটি দেখাতে হবে। কো-উইন পোর্টালটি যাতে দেশের প্রতিটি নাগরিক ব্যবহার করতে পারেন সেজন্য এই পোর্টালকে আরও ব্যবহার-বান্ধব করে তুলতে হবে।

Latest article