বিশ্বকাপ ২০১১, পাকিস্তান ম্যাচে ধোনিদের জেতাতে দিনভর উপোস করেছিলেন লতা

শচীনের সঙ্গে ক্রিকেট নিয়ে রীতিমতো আড্ডা দিতেন। তাঁর প্রয়াণে লিটলমাস্টার বলেছেন, জীবনের একটা অংশই যেন চলে গেল!

Must read

মুম্বই, ৭ ফেব্রুয়ারি : ভীষণ ভালবাসতেন ক্রিকেটকে। ভালবাসতেন ক্রিকেটারদেরও। শচীন তেন্ডুলকরের জন্য বিশেষ জায়গা ছিল তাঁর কাছে। সন্তানস্নেহে দেখতেন লিটল মাস্টারকে। সুনীল গাভাসকর, দিলীপ বেঙ্গসরকররাও ছিলেন তাঁর কাছের মানুষ। তবে ক্রিকেট নিয়ে লতা মঙ্গেশকরের আবেগ, ভালবাসার আরও খবর ঘুরেফিরে আসছে। ২০১১ বিশ্বকাপে ঘরের মাঠে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। সেমিফাইনালে মহেন্দ্র সিং ধোনিরা মুখোমুখি হয়েছিলেন পাকিস্তানের। চণ্ডীগড়ে ছিল সেই ম্যাচ।

আরও পড়ুন-সুপ্রিম কোর্টে মোদি সরকারের ডিগবাজি, টিকাকরণে আধার বাধ্যতামূলক নয়

সেদিন ভারতের জয়ের প্রার্থনায় লতা সারাদিন উপোস করেছিলেন। সংবাদ সংস্থাকে সুরসম্রাজ্ঞী তখন বলেছিলেন, ‘‘আমি পুরো ম্যাচ দেখেছিলাম। ভীষণ টেনশনে ছিলাম। আমার পরিবারের সবাই ভারতের খেলা থাকলে সংস্কারে ভোগে। আমি, মিনা ও উষা (দুই বোন) সারা ম্যাচে খাবার দূরে থাক, জল পর্যন্ত স্পর্শ করিনি। শুধু ভারতের জয়ের জন্য প্রার্থনা করে গিয়েছি। আমরা সেদিন রাতের খাবার খেয়েছিলাম ভারত জেতার পর।” ৮৩’র বিশ্বকাপ জয়ের পর রাজ সিং দুঙ্গারপুরের এক অনুরোধে লতা দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে দু’ঘণ্টার লাইভ কনসার্ট করে ভারতীয় ক্রিকেটারদের জন্য টাকা তুলে দিয়েছিলেন।

আরও পড়ুন-রঞ্জিতে নেই হার্দিক

কিন্তু অনেকেরই এটা অজানা যে লতা লর্ডসেও ভারতীয় দলের খেলা দেখতে হাজির হয়ে গিয়েছিলেন। ক্রিকেট তাঁর জীবনে ছিল অনেকটা জায়গা জুড়ে। শচীনের সঙ্গে ক্রিকেট নিয়ে রীতিমতো আড্ডা দিতেন। তাঁর প্রয়াণে লিটলমাস্টার বলেছেন, জীবনের একটা অংশই যেন চলে গেল!

Latest article