বিরাট-বিতর্কে সৌরভকে একহাত কর্নেলের

সৌরভ গঙ্গোপাধ্যায়-বিরাট কোহলি বিতর্কে বিসিসিআই প্রেসিডেন্টের ভূমিকার সমালোচনা করলেন প্রাক্তন জাতীয় নির্বাচক প্রধান দিলীপ বেঙ্গসরকার।

Must read

মুম্বই, ২২ ডিসেম্বর : সৌরভ গঙ্গোপাধ্যায়-বিরাট কোহলি বিতর্কে বিসিসিআই প্রেসিডেন্টের ভূমিকার সমালোচনা করলেন প্রাক্তন জাতীয় নির্বাচক প্রধান দিলীপ বেঙ্গসরকার। তিনি জানিয়েছেন, বিষয়টি দুর্ভাগ্যজনক। অধিনায়কত্ব ইস্যুতে নির্বাচকদের হয়ে কথা বলা উচিত হয়নি সৌরভের।

আরও পড়ুন-গোয়ায় গাত্রদাহ! আপের কথায় গুরুত্ব দিচ্ছে না তৃণমূল কংগ্রেস

বেঙ্গসরকার মনে করেন, গোটা বিষয়টি পেশাদারিত্বের সঙ্গে মোকাবিলা করা উচিত ছিল বিসিসিআই-এর। বোর্ড প্রধানের সমালোচনা করে কর্নেল বলেন, ‘‘যেভাবে পরিস্থিতির মোকাবিলা করা হয়েছে সেটা খুব দুর্ভাগ্যজনক। নির্বাচকদের হয়ে, নির্বাচন কমিটির পক্ষে কথা বলার কোনও এক্তিয়ারই নেই সৌরভের। ও কেন কথা বলবে? সৌরভ বিসিসিআই প্রেসিডেন্ট। অধিনায়ক বা দল নির্বাচনের বিষয় দেখবে নির্বাচন কমিটি। যা বলার কমিটির চেয়ারম্যানের বলবে।’’

আরও পড়ুন-ওমিক্রন-আতঙ্কে দিল্লিতে, বড়দিন উৎসবে লাগাম

প্রাক্তন নির্বাচক প্রধান মনে করছেন, ভারতীয় বোর্ডের অপেশাদারিত্বের জন্যই আঘাত পেয়েছেন বিরাট।
সৌরভের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বেঙ্গসরকার আরও বলেন, ‘‘সৌরভ পুরো ব্যাপারটা নিয়ে কথা বলেছে। তাই বিরাট নিজের বিষয়টি পরিষ্কার করতে চেয়েছে। আমি বিশ্বাস করি, বিষয়টি নির্বাচক প্রধান ও অধিনায়কের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত ছিল। এক জন অধিনায়ক নির্বাচন ও তার অপসারণ করে নির্বাচন কমিটি। এটা সৌরভের এক্তিয়ারে পড়ে না। এই জিনিসের বদল দরকার।’’

কর্নেলের মতে, ‘‘বিরাট এতদিন দেশকে নেতৃত্ব দিচ্ছে। ভারতীয় ক্রিকেটকে অনেক কিছু দিয়েছে। ওরও শ্রদ্ধা, সম্মান প্রাপ্য। কিন্তু ওর সঙ্গে কী আচরণ করা হল? নিশ্চই এটা বিরাটকে আঘাত করেছে।’’

Latest article