গোয়ায় গাত্রদাহ! আপের কথায় গুরুত্ব দিচ্ছে না তৃণমূল কংগ্রেস

ইতিমধ্যেই গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা লুইজিনহো ফালেরিওকে রাজ্যসভার সাংসদ করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

Must read

প্রতিবেদন : গোয়া বিধানসভা নির্বাচনের আগে বিজেপির বিরুদ্ধে প্রধান বিকল্প হওয়ার পথে এগোচ্ছে তৃণমূল কংগ্রেস৷ আর তৃণমূলের পক্ষে জনসমর্থন দেখে আতঙ্কিত অন্য দলগুলি৷ এর আগে কংগ্রেসের পক্ষ থেকেও কটাক্ষ করা হয়েছিল৷ আর এবার আম আদমি পার্টি৷ গোয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের জনপ্রিয়তা দেখে উদ্বিগ্ন আপ প্রধান অ​রবিন্দ কেজরিওয়ালও৷ নিজেদের ভোটব্যাঙ্কে ধস নামার আশঙ্কায় তাই তৃণমূলের উদ্দেশে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী৷ যদিও তা আদৌ গায়ে মাখছে না তৃণমূল কংগ্রেস৷ গোয়ায় বিজেপিকে হারানোর লক্ষ্য স্থির রেখে তৃণমূল বলছে, আপের বক্তব্য থেকে স্পষ্ট, গোয়ায় প্রকৃত বিকল্প আমরাই৷

আরও পড়ুন-ওমিক্রন-আতঙ্কে দিল্লিতে, বড়দিন উৎসবে লাগাম

ইতিমধ্যেই গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা লুইজিনহো ফালেরিওকে রাজ্যসভার সাংসদ করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। লিয়েন্ডার পেজ, নাফিসা আলির মতো বিশিষ্ট মানুষরা যেমন মাঠে নেমেছেন তেমনি মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির মতো গোয়ার পুরনো দলও জোট বেঁধেছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে। প্রতিদিনই কেউ না কেউ যোগ দিচ্ছেন দলে। জোরদার প্রচার কর্মসূচি চালাচ্ছেন গোয়ায় দলের নেতা-কর্মীরা। সম্প্রতি চার্চিল আলেমাও, আলেক্সো রেজিনাল্ডো লরেন্সোর মতো বিধায়করা যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে।

আরও পড়ুন-আশার আলো ওমিক্রনের উৎসস্থলেই

এতে স্বাভাবিক ভাবেই ব্যাপক ক্ষতির মুখে বিজেপি, কংগ্রেস, গোয়া ফরোয়ার্ড পার্টি এবং অবশ্যই আপ। অশনিসংকেত পেয়ে তাই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিষোদগার করলেন অরবিন্দ কেজরিওয়াল। তাঁর সাম্প্রতিক মন্তব্যে আপের রাজনৈতিক ভাবনায় অপরিপক্কতা এবং হতাশার প্রতিফলন৷ এভাবেই কেজরিওয়ালের বক্তব্যকে দেখছে তৃণমূল কংগ্রেস। দল বলছে, গোয়ায় গুরুত্ব কে পাবে তা গোয়ার মানুষ ঠিক করবেন। কোনও একটি বিশেষ দল নয়।

আরও পড়ুন-আজ কলকাতার মেয়র নির্বাচন

প্রসঙ্গত, গোয়াতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেজরি বলেছেন, গোয়ার তৃণমূল কংগ্রেসের এক শতাংশও ভোট নেই। সবে তিনমাস আগে গোয়াতে পা রেখেছে তৃণমূল। গণতন্ত্র এই ভাবে চলে না। গোয়াতে তৃণমূল প্রতিযোগিতাতেও নেই।

পাল্টা প্রতিক্রিয়া হিসেবে তৃণমূল কংগ্রেস টুইট করে জানিয়েছে, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি মানুষের জন্য কাজ করা এবং তাদের পাশে দাঁড়ানোই আসল উদ্দেশ্য হওয়া উচিত। কে কতটা বড় এটা দিয়েই নির্বাচন জেতা যায় না। যারা নির্বাচনী সমীক্ষা এবং ভোট ভাগের ভাবনা নিয়ে ব্যাস্ত তাদের চিন্তায় রাজনৈতিক অপরিপক্কতা রয়েছে। তাদের হতাশা যে কতটা গ্রাস করে রয়েছে তার প্রতিফলন ঘটেছে তাদের মন্তব্যেই।

Latest article