আজ কলকাতার মেয়র নির্বাচন

মঙ্গলবারই ১৩৪টি আসন পেয়ে পুরসভায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তৃণমূল কংগ্রেস। বিরোধীরা প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছে।

Must read

প্রতিবেদন : অসম যাওয়ার আগে কলকাতা পুরনিগমের বোর্ড গঠনের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর ঘোষণা অনুযায়ী আজ বৃহস্পতিবার, ২৩ তারিখ মেয়রের নাম ঘোষণা করবে তৃণমূল কংগ্রেস। এদিন দুপুরে দক্ষিণ কলকাতার মহারাষ্ট্র নিবাস হলে দুপুর দু’টোয় হবে এই বৈঠক।

আরও পড়ুন-বিজেপি কোমায়, পুরসভায় কোনও বিরোধী নেতা নয় : পার্থ

বৈঠকে দলের নবনির্বাচিত সমস্ত কাউন্সিলরকে উপস্থিত থাকতে বলা হয়েছে। বৈঠকে হাজির থাকবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ অন্য নেতৃবৃন্দ। সেখানেই সর্বসম্মতিক্রমে আগামী ৫ বছরের জন্য কলকাতার নতুন মেয়র কে হবেন তা চূড়ান্ত করা হবে। সেই সঙ্গে ডেপুটি মেয়র ও পুরসভার চেয়ারম্যানের নামও চূড়ান্ত করা হবে বলেই জানা গিয়েছে। মেয়র পারিষদ-সহ অন্যান্য পদাধিকারীর নাম পরে ঘোষণা করা হবে।

আরও পড়ুন-ফেব্রুয়ারিতে ভোট করতে চায় কমিশন

মঙ্গলবারই ১৩৪টি আসন পেয়ে পুরসভায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তৃণমূল কংগ্রেস। বিরোধীরা প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। তাঁদের ফলাফল এতটাই লজ্জাজনক যে আগামী পুরসভায় কোনও বিরোধী নেতাও থাকছেন না। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উৎসাহে তৃণমূল কংগ্রেস পরিচালিত পুরবোর্ড গত প্রায় একদশক ধরে কলকাতার বুকে উন্নয়নের যে কর্মযজ্ঞ শুরু করেছে তা আগামী দিনেও যাতে বহাল থাকে সেটাই হবে পরবর্তী বোর্ডের মূল লক্ষ্য।

Latest article