আশার আলো ওমিক্রনের উৎসস্থলেই

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা করোনাকে হারিয়ে সুস্থ হয়ে বাড়ি ফেরেন। এক সপ্তাহের মধ্যেই তিনি সুস্থ হয়ে উঠেছেন।

Must read

প্রতিবেদন : উদ্বেগের সূচনা যে দেশে তারাই দেখাচ্ছে আশার আলো। ওমিক্রন নিয়ে নানা আতঙ্কের মাঝে ভাল খবর আসতে শুরু করেছে এর উৎসস্থল দক্ষিণ আফ্রিকা থেকেই। জানা যাচ্ছে, সেখানে গত এক সপ্তাহে অত্যন্ত দ্রুত কমেছে আক্রান্তের সংখ্যা।

আরও পড়ুন-আজ কলকাতার মেয়র নির্বাচন

বর্তমানে বিশ্বে সবচেয়ে বেশি ওমিক্রন সংক্রমণ হচ্ছে ব্রিটেন, ডেনমার্ক ও দক্ষিণ আফ্রিকায়। ধাওয়া করছে আমেরিকা ও ইউরোপের আরও বহু দেশে। এই ভ্যারিয়েন্ট সম্পর্কে এখনও পর্যন্ত বিশেষ তথ্য না থাকায় সামনে আসছে শুধুই বাড়তে থাকা ওমিক্রন আক্রান্তের সংখ্যা। নানা দুশ্চিন্তার মাঝেও আশার আলো দেখা দিয়েছে, আর তা দেখা দিয়েছে ওমিক্রনের জন্মস্থান দক্ষিণ আফ্রিকাতেই।

জানা যাচ্ছে ওই দেশে কমতে শুরু করেছে ওমিক্রন সংক্রমণ। তথ্য অনুযায়ী দেখা গিয়েছে রবিবারই সেখানে আক্রান্তের সংখ্যা ছিল ১৫,৪৬৫, তা মঙ্গলবার নেমে আসে ৮৫১৫-এ। জানা যাচ্ছে গত এক সপ্তাহে দৈনিক সংক্রমণের হার কমেছে ৪০ শতাংশ। এই এক সপ্তাহে হাসপাতালে রোগী ভর্তি হওয়ার পরিমাণ কমেছে ২৫ শতাংশ।

আরও পড়ুন-ফেব্রুয়ারিতে ভোট করতে চায় কমিশন

সোমবার দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা করোনাকে হারিয়ে সুস্থ হয়ে বাড়ি ফেরেন। এক সপ্তাহের মধ্যেই তিনি সুস্থ হয়ে উঠেছেন। প্রশাসনিক কাজও শুরু করে দিয়েছেন তিনি। কাজে ফিরে তিনি দেশের সমস্ত মানুষকে করোনাবিধি মানার বার্তা দিয়েছেন। পাশাপাশি মাস্কপরা, নিয়মিত হাতধোয়া, স্বাস্থ্যের দিকে কড়া নজরদারি, সামাজিক দূরত্ব বজায় রাখার মতো কাজগুলি বন্ধ না করার কথা বলেছেন তিনি। প্রসঙ্গত গুয়েতাং প্রদেশ ছিল ওমিক্রনের কেন্দ্রস্থল। সেখানে থেকেই আসছে সুখবর। ধীরে ধীরে সংক্রমণ কমতে শুরু করেছে সেখানেও।

Latest article