৩৬৫.৪৫ কোটি খরচে ৪৯১টি প্রকল্পের উদ্বোধন।
রাস্তাশ্রী প্রকল্পে বর্ধমানে ৫১৯.৫৮ কিমির মোট ৩৯০টি রাস্তা নির্মাণ, যার আর্থিক মূল্য ১৭৪.৪৯ কোটি।
কাটোয়া মহকুমা হাসপাতালে ১০০ শয্যাবিশিষ্ট কোভিড হাসপাতাল ভবন, যার আর্থিক মূল্য ১২.১৬ কোটি।
মৌগ্রামে পানীয় জলপ্রকল্পে পরিবর্ধনে ১০.৮৩ কোটি।
৮.০৩ কোটি ব্যয়ে পূর্ব বর্ধমানে (Purba Bardhaman) নব প্রশাসনিক ভবন।
১.০৫ কোটি টাকায় বর্ধমান মেডিক্যাল কলেজে নবনির্মিত অক্সিজেন মেনিফোন্ড বিল্ডিং, ইউরোলজি মেশিনে ১ কোটি।
কচুরিপানা থেকে হস্তশিল্পে ৪৭ লক্ষ।
৮৩৭.৮১ কোটি খরচে ৫৪৭টি প্রকল্পের শিলান্যাস।
বর্ধমান-আরামবাগ ৬.৫ কিমি থেকে ৩২.৬ কিমি রাস্তা চওড়া হবে, বরাদ্দ ৭৮.৯৫ কোটি।
২০০ ছেলে এবং ২০০ মেয়ের জন্য নতুন হস্টেল ভবনের নির্মাণ যার আর্থিক মূল্য ২১.০৬ কোটি।
বিষ্ণুপুর ও তৎসংলগ্ন মৌজায় নলবাহী পানীয় জল সরবরাহের জন্য বরাদ্দ ১৬.১১ কোটি।
গোপালবেরা এলাকায় পানীয় জলের জন্য বরাদ্দ ৯.৮৭ কোটি।
৩৬টি বিদ্যালয়ে সায়েন্স ল্যাব এবং ৩০টি লাইব্রেরি নির্মাণের জন্য বরাদ্দ ৯.৪০ কোটি।
পাচুন্দি রেল স্টেশন থেকে আগরডাঙা মোড় মূলগ্রাম পর্যন্ত ১২ কিমি রাস্তার শিলান্যাস, বরাদ্দ ৭.৭৩ কোটি।
দাঁইহাটে ২ পাম্প অগ্নিনির্বাপণ কেন্দ্রের শিলান্যাস, বরাদ্দ ৩.৩৬ কোটি।
বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ৬ কোটি টাকায় ট্রমা কেয়ার বিল্ডিং।
ইডেন খালের উপর (চাঁচাই গ্রামে) ২৮৭ কোটি টাকার চেন, ৪.৫৮ কোটি টাকায় হবে একটি ব্রিজও।
বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ৪ কোটি টাকা ব্যয়ে ছাত্রাবাস।
আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর বার্তা পেয়ে মুর্শিদাবাদে দেওয়াল লিখন শুরু তৃণমূলের