উপাচার্য নিয়োগে সার্চ কমিটির সদস্য বৃদ্ধি, নিয়মে ব্যাপক রদবদল

অর্থ দফতর থেকে সবুজ সঙ্কেত পেলেই ১৭ এপ্রিলের রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব পেশ করা হবে বলে সূত্রের খবর।

Must read

প্রতিবেদন : বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগে রাজ্য সরকার এবার ৫ সদস্যের সার্চ কমিটি গঠন করছে। এতদিন সার্চ কমিটিতে তিনজন সদস্য ছিল, এবার সদস্যের সংখ্যা তিন থেকে বাড়িয়ে পাঁচ করতে চলেছে শিক্ষা দফতর। নতুন সার্চ কমিটিতে ইউজিসি মনোনীত প্রতিনিধিকে রাখা হবে বলে নবান্ন সূত্রে খবর। আগামী ১ বৈশাখের পর বৈঠকে বসবে রাজ্য মন্ত্রিসভা। সেই বৈঠকে বিশ্ববিদ্যালয়গুলিতে স্থায়ী উপাচার্য নিয়োগের জন্য যে আইন রয়েছে, সেই আইনে সার্চ কমিটিতে বদল আনার জন্য প্রস্তাব পেশ করা হবে। প্রস্তাবে মন্ত্রিসভার অনুমোদন মিললে তা রাজ্যপালের কাছে অর্ডিন্যান্সের আকারে অনুমোদনের জন্য পাঠানো হবে। সেই অর্ডিন্যান্স কার্যকর হলেই উপাচার্য নিয়োগের আইনে বড় বদল আসবে পাকাপাকিভাবে।

আরও পড়ুন-৮ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীর ৮০ লক্ষ মহিলা কর্মীকে ঋণ এবং পরিশোধ, আবার রাজ্যের রেকর্ড

নবান্ন সূত্রে খবর, উপাচার্য নিয়োগের জন্য পাঁচ সদস্যের নতুন যে সার্চ কমিটি গঠন করা হবে সেখানে ইউজিসির মনোনীত প্রতিনিধি থাকবেন, রাজ্যপালের মনোনীত প্রতিনিধি থাকবেন, বিশ্ববিদ্যালয়ের কোর্ট বা সেনেটের মনোনীত প্রতিনিধি থাকবেন, উচ্চশিক্ষা সংসদের মনোনীত প্রতিনিধি এবং রাজ্য সরকারের মনোনীত প্রতিনিধি থাকবেন। প্রসঙ্গত, এই কমিটি গঠনের আইন সংশোধনের জন্য ইতিমধ্যে খসড়া অনুমোদন দিয়েছে আইন দফতর। বর্তমানে অর্থ দফতরে পাঠানো হয়েছে অনুমোদনের জন্য। অর্থ দফতর থেকে সবুজ সঙ্কেত পেলেই ১৭ এপ্রিলের রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব পেশ করা হবে বলে সূত্রের খবর।

Latest article