দিনের কবিতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা।

Must read

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ (series) — ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।

আরও পড়ুন-উপাচার্য নিয়োগে সার্চ কমিটির সদস্য বৃদ্ধি, নিয়মে ব্যাপক রদবদল

তুমি কী?

সত্য, তুমি কী?
তুমি নিভু নিভু কেন?
পরেছ সাদা থান!
তুমি কি এখন ভৈরবী?

তোমার তরী কেন ডুবি-ডুবি!
সত্য হলে মুখোশ খোলো
সত্যি সত্যি সত্য বলো।

Latest article