সংবাদদাতা, কাঁথি : কাঁথি কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান পদ থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সরিয়ে চিন্তামণি মণ্ডলকে সভাপতি করায় ব্যাঙ্কের লোন দেওয়ার গতি-সহ অনেক পরিষেবা বেড়েছে। এই সমবায় ব্যাঙ্কের বর্তমান পরিচালন কমিটির সাধারণ সভার পর সাংবাদিক বৈঠকে এই তথ্য জানান ব্যাঙ্ক কর্তৃপক্ষ।
আরও পড়ুন-কৃষিবিল প্রত্যাহারে অকাল হোলি
বর্তমান পরিচালন কমিটির মেয়াদ শেষ হচ্ছে আগামী ৪ ফেব্রুয়ারি। তারপর আসন্ন ব্যাঙ্কের নির্বাচন বানচাল করার চক্রান্ত হচ্ছে বলে এদিন অভিযোগ করেন ব্যাঙ্কের ডিরেক্টর আলেম আলি খান। আলেমবাবু বলেন, “কারা ব্যাঙ্কের স্বার্থের কথা ভুলে গিয়ে নির্বাচনে বাধা দেওয়ার চেষ্টা করছে তা আমরা শেয়ারহোল্ডারদের কাছে গিয়ে বোঝাব।”
আরও পড়ুন-ক্যানিংয়ে খুন তৃণমূল নেতা
ব্যাঙ্ক কর্তৃপক্ষ ইতিমধ্যে এআরসিএস-এর কাছে নির্বাচনের প্রস্তুতির চিঠি পাঠিয়েছে। প্রয়োজনে আদালতের অনুমতি নিয়ে নির্দিষ্ট সময়ে ব্যাঙ্কের নির্বাচন করার প্রতিশ্রুতি দেন বর্তমান চেয়ারম্যান চিন্তামণি মণ্ডল। শুভেন্দু অধিকারীর চেয়ারম্যান পদ চলে যাওয়ার পর এই ব্যাঙ্কে ‘সেই রাম নেই, আর অযোধ্যাও নেই’ এমন আবহ তৈরি হয়েছে।
আরও পড়ুন-করোনায় মৃত পরিবারের পাশে রাজ্য
শুভেন্দু চেয়ারম্যান থাকার সময় খেজুরিতে এই ব্যাঙ্কের কেন্দ্রীয়ভাবে ভোট কেন্দ্র করেছিলেন। তা নিয়ে বিতর্ক হয়েছিল। ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে, আগের মতো কেবল খেজুরিতে ভোট গ্রহণ কেন্দ্র হবে না। শেয়ার হোল্ডাররা নিজেদের ব্রাঞ্চ অনুযায়ী ভোট দিতে পারবেন। অর্থাৎ ব্যাঙ্কের ১৬টি ব্রাঞ্চে আলাদা ভাবে ভোট নেওয়া হবে। গত আর্থিক বছরে করোনা পরিস্থিতিতেও ৩১ কোটি টাকা মুনাফা হওয়ায় শেয়ারহোল্ডারদের স্বার্থ সুরক্ষিত।
এবার ১২ শতাংশ হারে ডিভিডেন্ড দেওয়া হবে। ব্যাঙ্ক কর্তৃপক্ষ নিখিল ভারত সমবায় সপ্তাহ উদ্যাপন করে। ব্যাঙ্কের কাঁথির প্রধান কার্যালয়ে উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি, রাজ্যের প্রাক্তন সমবায় মন্ত্রী জ্যোতির্ময় কর, কাঁথি পুরপ্রশাসক হরিসাধন দাস অধিকারী প্রমুখ।