বিধায়কের উদ্যোগে গ্রামে পানীয় জল

নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করলেন পাণ্ডবেশ্বরের তৃণমূল কংগ্রেস বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী।

Must read

সংবাদদাতা, দুর্গাপুর : নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করলেন পাণ্ডবেশ্বরের তৃণমূল কংগ্রেস বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। শনিবার গোবিন্দপুরের হুচুকডাঙায় সৌরবিদ্যুৎ চালিত একটি জলপ্রকল্পের উদ্বোধন করলেন তিনি। দীর্ঘদিন বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত ছিলেন এলাকাবাসী।

আরও পড়ুন-ব্যাঙ্কের চেয়ারম্যান বদলে লোনের গতি বৃদ্ধি

এই প্রকল্পে বোরহোলের মাধ্যমে জল তুলে পাইপ লাইনের সাহায্যে হুচুকডাঙা গ্রামের ৪০টি পরিবারকে ভূগর্ভস্থ নির্মল জল পরিষেবা পৌঁছে দেওয়া হবে বলে জানান নরেন্দ্রনাথবাবু। তিনি বলেন, ‘বিধানসভা ভোটের প্রচারের সময় স্থানীয়রা অভিযোগ করেন, তাঁদের কুয়োর জল ব্যবহার করতে হয়। ফলে অনেক সময়ই তাঁরা নানারকম জলবাহিত রোগের শিকার হতেন।

আরও পড়ুন-কৃষিবিল প্রত্যাহারে অকাল হোলি

এলাকাবাসীর কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম ভোটে জিতলে অগ্রাধিকারের ভিত্তিতে এলাকার জল সমস্যার সমাধান করব।’ এই প্রকল্পে ১৩ লক্ষ টাকা খরচ হয়েছে বলে জানায় জনস্বাস্থ্য কারিগরি দফতর। উদ্বোধনে ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি মদন বাউরি-সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

Latest article