মৌলেদের রক্ষায় নদী, খাঁড়িতে বাড়তি নজরদারি

সুন্দরবনে মধু সংগ্রহের মরশুমে জলদস্যুদের হাত থেকে মৌলেদের রক্ষা করতে রাজ্য বন দফতর বিভিন্ন নদী ও খাঁড়িতে নজরদারি চালানোর সিদ্ধান্ত নিয়েছে

Must read

প্রতিবেদন : সুন্দরবনে মধু সংগ্রহের মরশুমে জলদস্যুদের হাত থেকে মৌলেদের রক্ষা করতে রাজ্য বন দফতর বিভিন্ন নদী ও খাঁড়িতে নজরদারি চালানোর সিদ্ধান্ত নিয়েছে। অপারেশন গোল্ডেন হানি নামে এই প্রক্রিয়ায় মধু সংগ্রহের ৪১ দিন বনকর্মীরা যন্ত্রচালিত বোটে নজরদারি চালাবে বলে বন দফতর সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য আগামী মাসের মাঝামাঝি সময় থেকে সুন্দরবনের সজনেখালি ও বসিরহাট রেঞ্জে এই বছরের মধু সংগ্রহ অভিযান শুরু হতে চলেছে।

আরও পড়ুন-ক্লাসেনকে থামিয়ে রুদ্ধশ্বাস জয়

প্রায় ৬ হাজার নথিভুক্ত মৌলে এই মধু সংগ্রহ অভিযানে অংশ নেবেন। সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের অন্তর্গত সজনেখালি ও বসিরহাট দুটি রেঞ্জেই আনুমানিক ছ’শো মৌলে মধু সংগ্রহ অভিযানে নামবেন। তবে মধু সংগ্রহের সময় এলে সুন্দরবনে বাংলাদেশি জলদস্যুদের উৎপাত বেড়ে যায় প্রতি বছরই। জঙ্গল থেকে মধু সংগ্রহ করে নিয়ে আসার সময় মৌলেদের নৌকায় হানা দেয় তাঁরা। টানা ৪১ দিন সুন্দরবনের নদী-খাঁড়িতে বিশেষ নজরদারি চালাবে বন দফতর। গত বছর থেকেই ‘অপারেশান গোল্ডেন হানি’ নামে বিশেষ নজরদারি প্রক্রিয়া শুরু করা হয়েছিল। কিন্তু সেই নজরদারি এড়িয়ে গত বছর একাধিকবার বাংলাদেশি জলদস্যুরা মৌলেদের উপর হামলা চালিয়েছে।

Latest article