পুরভোটে ভরাডুবির জন্য কটাক্ষ করে অমিত মালব্য (Amit Malviya), অমিতাভ চক্রবর্তী (Amitav chakraborty), সুকান্ত মজুমদারদের (Sukanta Majumdar) কাঠগড়ায় তুললেন বহিষ্কৃত জয়প্রকাশ মজুমদার (Jayprakash Majumdar)৷পুরভোটের ফল প্রকাশের পরই মুখ খুললেন তিনি। বললেন, রাজভবন, হাইকোর্ট দেখিয়ে পার পাবেন না রাজ্য বিজেপির বর্তমান শীর্ষ নেতারা৷ সন্ত্রাসের কথা বলেও তাঁদের রেহাই মিলবে না৷ আমি মুখ খুলে ছিলাম৷ সত্যি কথা বলেছিলাম৷ আমাকে চক্রান্ত করে সাসপেন্ড করা হয়েছে৷ যাঁরা ঠান্ডা ঘরে বসে বড়বড় কথা বলেছেন, এই হারের দায় তাঁদেরই নিতে হবে৷
দলীয় নেতৃত্বের মধ্যে, সংগঠন চালানো নিয়ে কিছুদিন আগে একাধিক ক্ষোভ উগরে দেন জয়প্রকাশ (Jayprakash Majumdar) ও রীতেশ৷ তারপরই দল তাদের সাসপেন্ড করে৷ সোমবার চার পুরসভায় পরাজয়ের পর যেভাবে সুকান্ত-অমিতাভদের আক্রমণ করলেন, তাতে এই বিভেদ আরও বাড়ল বলে মনে করা হচ্ছে৷