পুরভোটে বিজেপির ডুবির দায় বর্তমান শীর্ষ নেতাদের নিতে হবে, বললেন জয়প্রকাশ

Must read

পুরভোটে ভরাডুবির জন্য কটাক্ষ করে অমিত মালব্য (Amit Malviya), অমিতাভ চক্রবর্তী (Amitav chakraborty), সুকান্ত মজুমদারদের (Sukanta Majumdar) কাঠগড়ায় তুললেন বহিষ্কৃত জয়প্রকাশ মজুমদার (Jayprakash Majumdar)৷পুরভোটের ফল প্রকাশের পরই মুখ খুললেন তিনি। বললেন, রাজভবন, হাইকোর্ট দেখিয়ে পার পাবেন না রাজ্য বিজেপির বর্তমান শীর্ষ নেতারা৷ সন্ত্রাসের কথা বলেও তাঁদের রেহাই মিলবে না৷ আমি মুখ খুলে ছিলাম৷ সত্যি কথা বলেছিলাম৷ আমাকে চক্রান্ত করে সাসপেন্ড করা হয়েছে৷ যাঁরা ঠান্ডা ঘরে বসে বড়বড় কথা বলেছেন, এই হারের দায় তাঁদেরই নিতে হবে৷

আরও পড়ুন – তৃণমূল কংগ্রেস গোয়ায় ঘরে ঘরে পৌঁছে গেছে, তবে ওখানে কেনাবেচা হয় আমাদের অত গুড় নেই : মমতা বন্দ্যোপাধ্যায়    

দলীয় নেতৃত্বের মধ্যে, সংগঠন চালানো নিয়ে কিছুদিন আগে একাধিক ক্ষোভ উগরে দেন জয়প্রকাশ (Jayprakash Majumdar) ও রীতেশ৷ তারপরই দল তাদের সাসপেন্ড করে৷ সোমবার চার পুরসভায় পরাজয়ের পর যেভাবে সুকান্ত-অমিতাভদের আক্রমণ করলেন, তাতে এই বিভেদ আরও বাড়ল বলে মনে করা হচ্ছে৷

Latest article