প্রতিবেদন : হিজাব বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে অগ্নিগর্ভ পরিস্থিতি ইরানের (India- Iran)। সে দেশের অধিকাংশ মহিলাই সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছেন। তাঁদের সেই আন্দোলনকে সমর্থন করছেন অনেকেই। এমনকী, আন্তর্জাতিক দুনিয়াও আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছে। তেমনই সরকারও সেই আন্দোলনকে কঠোর হাতে দমন করছে। বিক্ষোভকারীদের রুখতে নির্বিচারে গুলি চালাচ্ছে পুলিশ। ইরান সরকারের এ ধরনের নৃশংস আচরণের প্রতিবাদে রাষ্ট্রসংঘে তেহরান বিরোধী একটি প্রস্তাব আনা হয়। সেই প্রস্তাবে ভোটদানে বিরত থাকতে ভারত।
আরও পড়ুন-চিনা টেলিকম সংস্থায় নিষেধাজ্ঞা বাইডেনের
বৃহস্পতিবার রাষ্ট্রসংঘের মানবাধিকার পরিষদে ইরানের (India- Iran) বিরুদ্ধে ওই প্রস্তাব উত্থাপন করা হয়। ওই প্রস্তাবে ইরানে মানবাধিকার হরণের অভিযোগ খতিয়ে দেখতে একটি তথ্য অনুসন্ধান কমিটি তৈরির কথা বলা হয়। ইরান প্রশাসন যেভাবে বিক্ষোভকারীদের দমন করছে সেই অমানবিকতা ও নিষ্ঠুরতা আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরতেই এই কমিটি গঠনের প্রস্তাব। কিন্তু ওই প্রস্তাবে নিয়ে ভোটাভুটি হলে তাতে অংশ নেয়নি দিল্লি। ভারত ছাড়াও ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরশাহি, মালয়েশিয়ার মতো আরও কয়েকটি দেশ ভোটদানে বিরত থাকে। পাকিস্তান, চিনের মতো কয়েকটি দেশ বিপক্ষে ভোট দেয়। শেষ পর্যন্ত অবশ্য মানবাধিকার পরিষদের ৪৭ সদস্যের মধ্যে ২৫ জনই ওই প্রস্তাবের পক্ষে ভোট দেয়। ফলে ইরানে মানবাধিকার লঙ্ঘন নিয়ে তথ্য অনুসন্ধান কমিটি তৈরি হচ্ছে।