টি-২০ বিশ্বকাপে একই গ্রুপে চির দুই প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান, ঘোষণা আইসিসি

Must read

আসন্ন টি-২০ বিশ্বকাপের জন‍্য গ্রুপ ঘোষণা করল আইসিসি। একই গ্রুপে রাখা হল দুই চির প্রতিদ্বন্দ্বী দল ভারত ও পাকিস্তানকে। এরফলে ২ বছর পর ক্রিকেটের ময়দানে ফের মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান। দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ থাকায় আইসিসির এই  প্রতিযোগিতাই চোখ আপামোর ক্রিকেটপেমীর।

টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্যায়ে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। দ্বিতীয় গ্রুপে রাখা হয়েছে এই দুটি দলকে। এই দলে রয়েছে নিউজিল্যান্ড, আফগানিস্তান, এবং প্রথম গ্রুপ থেকে উঠে আসা দুটো কোয়ালিফায়ার্স দল। ১৭ অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরশাহি এবং ওমানে শুরু হবে টি-২০ বিশ্বকাপ। ফাইনাল হবে ১৪ নভেম্বর।

আরও পড়ুন-মূল চুক্তিপত্রের কোথায় আপত্তি? সই না করা নিয়ে শ্রী সিমেন্টকে তোপ ইস্টবেঙ্গল কর্তাদের

শুক্রবার কোন দল কোন গ্রুপে তা জানিয়ে দিল আইসিসি। সুপার ১২ পর্বে ওঠার আগে আটটি দলের মধ্যে খেলা হবে প্রথম পর্ব। সেই পর্বের গ্রুপ এ-তে রয়েছে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস এবং নামিবিয়া। গ্রুপ বি-তে রয়েছে বাংলাদেশ, স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি এবং ওমান। এই দুই গ্রুপ থেকে চারটি দল উঠবে সুপার ১২ পর্বে।

সুপার ১২ পর্বে ইতিমধ্যেই রয়েছে আটটি দল। প্রথম গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড এবং আফগানিস্তান।

Latest article