জুনিয়র উইম্বলডন চ‍্যাম্পিয়ন প্রবাসী বাঙালি সমীর বন্দ্যোপাধ‍্যায়

Must read

উইম্বলডনে বাঙালির জয়জয়কার। জুনিয়র উইম্বলডন চ‍্যাম্পিয়ন প্রবাসী সমীর বন্দ্যোপাধ‍্যায়। দুরন্ত টেনিস খেলে ফাইনালে জয়ী বছর সতেরোর প্রবাসী বাঙালি। এদিন তিনি স্ট্রেট সেটে হারালেন ভিক্টর লি লভকে। খেলার ফলাফল ৭-৫, ৬-৩।

প্রথম সেটে লিলভ বেশ আগ্রাসী ছিল, কিন্তু  ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলে নেন সমীর, এবং টাইব্রেকারে প্রথম সেট নিজের আয়ত্বে আনেন। আর দ্বিতীয় সেটে কার্যত একরোখা পারফর্মেন্সে ঘাসের কোর্টে নিজের রাজত্ব বজায় রাখলেন প্রবাসী এই বাঙালি। প্রায় একঘন্টা ২২ মিনিটের লড়াইয়ে শেষমেশ দুরন্ত লড়াই করে শেষ হাসি হাসে সমীর। জুনিয়র উইম্বলডন জিতে নেয় সে।

আরও পড়ুন-টি-২০ বিশ্বকাপে একই গ্রুপে চির দুই প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান, ঘোষণা আইসিসি

মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা হওয়ায় জয়ের পর ভারত নয়, মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকাই উঠল সেলিব্রশনে। নিউ জার্সির বাসিন্দা সমীর বর্তমানে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে কলেজে পড়ছেন।

Latest article