৭২তম সেঞ্চুরি বিরাটের, বিশাল জয় ভারতের, ঈশানের দ্রুততম ডাবল সেঞ্চুরি

ভারত ৮-৪০৯ (৫০ ওভার) বাংলাদেশ ১০-১৮২ (৩৪ ওভার)

Must read

চট্টগ্রাম : নিয়মরক্ষার ম্যাচে জ্বলে উঠল ভারত। তৃতীয় একদিনের ম্যাচে বাংলাদেশকে ২২৭ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সান্ত্বনার জয় পেলেন ভারতীয়রা। তবে এমন সময়ে এই জয় এল, যখন আগেই সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ (India vs Bangladesh)।
শনিবার চট্টগ্রামে ব্যাটে ঝড় তুললেন ঈশান কিসান (India vs Bangladesh)। ক্রিস গেইলকে টপকে ওয়ান ডে ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির নতুন রেকর্ড গড়লেন বাঁ হাতি ব্যাটার। গেইল ২০১৪ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৩৮ বলে এই নজির গড়েছিলেন। ঈশান মাত্র ১২৬ বলে ডাবল সেঞ্চুরি করে সেই রেকর্ড ভেঙে দিলেন। সেঞ্চুরি পেলেন বিরাট কোহলিও। ৫০ ওভারে ৮ উইকেটে ৪০৯ রান তুলেছিল ভারত। জবাবে ৩৪ ওভারে ১৮২ রানেই শেষ বাংলাদেশ।
শেষ পর্যন্ত ঈশান থামলেন ১৩১ বলে ২১০ রান করে। চতুর্থ ভারতীয় হিসেবে ওয়ান ডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করলেন ঈশান। তাঁর আগে এই কৃতিত্ব অর্জন করেছেন রোহিত শর্মা, বীরেন্দ্র শেহবাগ ও শচীন তেন্ডুলকর। ৯১ বলে ১১৩ রান করলেন বিরাট। যা ওয়ান ডে ক্রিকেটে তাঁর ৪৪তম সেঞ্চুরি। আন্তর্জাতিক ক্রিকেটে ৭২ নম্বর সেঞ্চুরিটা করে ফেললেন কিং কোহলি। টপকে গেলেন রিকি পন্টিংকে (৭১টি)। বিরাটের সামনে এখন শুধুই শচীন। তবে বিরাট ও ঈশান ছাড়া আর কোনও ভারতীয় ব্যাটার বড় রান পাননি। এরপর বাংলাদেশের ইনিংস দ্রুত গুটিয়ে দেন ভারতীয় বোলাররা। শার্দূল ঠাকুর তিনটি ও উমরান মালিক ও অক্ষর প্যাটের দু’টি করে উইকেট পান।

আরও পড়ুন-কাতার দেখল তপ্ত মেসিকে

Latest article