১৫ ডিসেম্বর থেকে ফেস্টিভ্যাল, এবার থালি গার্ল রুক্মিণী

চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

Must read

প্রতিবেদন : ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (KIFF 28) ২০২২ শুরু হচ্ছে ১৫ ডিসেম্বর। চলবে কলকাতার নন্দন, রবীন্দ্রসদন, শিশির মঞ্চ, বাংলা অকাদেমি সভাঘর, রাধা স্টুডিও, রবীন্দ্র ওকাকুরা ভবন ও নজরুলতীর্থ প্রেক্ষাগৃহে, ২২ ডিসেম্বর পর্যন্ত। এ নিয়ে ১০ ডিসেম্বর শিশিরমঞ্চে সাংবাদিক সম্মেলন হল। ছিলেন উৎসবের মুখ্য উপদেষ্টা মন্ত্রী অরূপ বিশ্বাস, সহ-উপদেষ্টা মন্ত্রী ইন্দ্রনীল সেন, মন্ত্রী বীরবাহা হাঁসদা, অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, উৎসব (KIFF 28) কমিটির চেয়ারম্যান রাজ চক্রবর্তী, হরনাথ চক্রবর্তী, জুন মালিয়া, রুক্মিণী মৈত্র, শান্তনু বসু, অনন্যা চট্টোপাধ্যায়, সুদেষ্ণা রায় প্রমুখ। কেআইএফএফ-এর ডিজিটাল লোগো ও ফ্লায়ার উদ্বোধন করা হল শনিবার। পাশাপাশি রয়াল বেঙ্গল ট্রফিরও। অরূপ জানান, উৎসব উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। থাকবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, সস্ত্রীক অভিনেতা অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সৌরভ গঙ্গোপাধ্যায়, রানি মুখোপাধ্যায়, অরিজিৎ সিং প্রমুখ। ১০টি প্রেক্ষাগৃহে ১৭৮টি ছবি দেখানো হবে। ১২০টি পূর্ণ, ৫৮টি স্বল্প দৈর্ঘ্যের। বাংলা প্যানোরমা বিভাগে সাতটি ছবি দেখানো হবে। ক্রীড়াকেন্দ্রিক ছবি ‘কোনি’, ‘চক দে ইন্ডিয়া’, ‘মেরি কম’ এবারের আকর্ষণ। বাংলাদেশের বিখ্যাত ছবি ‘হাওয়া’ স্পেশ্যাল স্ক্রিনিং হবে নন্দনে। বীরবাহা খুশি সাতটি আদিবাসী ভাষার ছবি দেখানো হবে বলে। স্পেশ্যাল ট্রিবিউট বিভাগে তরুণ মজুমদার, প্রদীপ মুখোপাধ্যায়, শিবকুমার শর্মা, অ্যাঞ্জেলা ল্যানসবারি পরিচালিত সিনেমা দেখানো হবে। রাজ চক্রবর্তী ‘সিনেমার নবরসে’র ডিজিটাল উদ্বোধন করেন। এবার থালি গার্ল রুক্মিণী মৈত্র।

আরও পড়ুন-নির্বাচনে হেরে কাউন্সিলর কেনার চেষ্টা করছে বিজেপি, তোপ আপের

Latest article