ইম্ফল: দিনটা সুনীল ছেত্রীর হতে পারত। কিন্তু হল না বেশ কিছু গোলের সুযোগ কাজে লাগাতে না পারায়। তবে মণিপুরের রাজধানী ইম্ফলে ত্রিদেশীয় টুর্নামেন্টে জয় দিয়েই শুরু করল ভারত। অনিরুদ্ধ থাপার একমাত্র গোলে মায়ানমারের বিরুদ্ধে ১-০ ব্যবধানে জিতল ইগর স্টিমাচের দল। মায়ানমারের বিরুদ্ধে ভারতের (India vs Myanmar) একটি দশম জয়।
ম্যাচের আগের দিন স্টিমাচ জানিয়েছিলেন, আইএসএল ফাইনাল খেলা ফুটবলারদের এই ম্যাচে বিশ্রাম দেওয়ার চেষ্টা করবেন। সুনীল ছেত্রী, প্রীতম কোটাল, মনবীর সিংদের তৈরি রাখবেন কিরঘিজস্তান ম্যাচের জন্য। তবে সুনীলকে এদিন শুরু থেকেই খেলালেন স্টিমাচ। খেলার শুরু থেকেই দাপুটে ফুটবল খেলে ভারত। শুরুতেই এগিয়ে যেতে পারত তারা। ম্যাচের ১৮ মিনিটে বক্সের মধ্যে সুনীলকে কড়া ট্যাকল করেন বিপক্ষ ডিফেন্ডার। পেনাল্টির আবেদন উঠলেও রেফারি তা নাকচ করেন।
আরও পড়ুন: কেকেআরের নেতৃত্ব নিয়ে বাড়ছে জল্পনা
৩২ মিনিটে দুর্দান্ত একটি সুযোগ চলে আসে ব্লু টাইগারদের (India vs Myanmar) সামনে। ছাংতের পাস থেকে ফাঁকায় বল পান সুনীল। কিন্তু তাঁর শটে জোর ছিল না। না হলে এগিয়ে যেতে পারত ভারত। তবে প্রথমার্ধের সংযুক্ত সময়ে এগিয়ে যায় ভারত। রাহুল ভেকের ক্রস মায়ানমার ডিফেন্স ক্লিয়ার করতে ব্যর্থ হয়। সুযোগ কাজে লাগান থাপা। তাঁর গোলে এগিয়ে যায় ভারত। দ্বিতীয়ার্ধে আরও গোলের সুযোগ পান ভারতীয়রা। সুনীল হ্যাটট্রিক করতে পারতেন। পরে বিপিন সিং, ছাংতেকে তুলে মনবীর, নাওরেম মহেশকে নামান স্টিমাচ। কিন্তু গোলের ব্যবধান বাড়েনি।
ইম্ফলে প্রথম আন্তর্জাতিক ম্যাচ ঘিরে উৎসাহ, উন্মাদনা ছিল তুঙ্গে। স্টেডিয়াম ছিল কানায় কানায় পূর্ণ। নিজের শহরে জাতীয় দলের হয়ে অভিষেক ম্যাচ খেলে উচ্ছ্বসিত মহেশ।