সম্প্রতি দুই দিনের সফরে মণিপুরে (Manipur) গিয়েছিলেন বিরোধী শিবিরের একদল সাংসদ। আজ রাষ্ট্রপতি (President) দ্রৌপদী মুর্মুর (Draupadi Murmu) সঙ্গে দেখা করেন ২১ সাংসদের প্রতিনিধিদল, যারা কয়েকদিন আগেই হিংসা-বিধ্বস্ত মণিপুর পরিদর্শন করে এসেছে। আজ বেলা সাড়ে ১১টা নাগাদ তাদের সাক্ষাৎ-পর্ব ছিল। ওই আলোচনাপর্বে ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্সের প্রতিনিধিরা রাষ্ট্রপতির কাছে মণিপুর ও হরিয়ানার ইস্যু তুলেছেন এবং গুরুত্বপূর্ণ আলোচনা হয়। সংসদ পরিচালনা নিয়েও কথা হয় এদিন।
আরও পড়ুন-অন্তঃসত্ত্বা নাবালিকার গর্ভপাতের আর্জি খারিজ হাইকোর্টের
দু’টি গ্রুপে ভাগ হয়ে বিরোধী শিবির কুকি সম্প্রদায় অধ্যুষিত চূড়াচাঁদপুর ও মেইতি অধ্যুষিত বিষ্ণুপুর ও ইম্ফল পশ্চিম জেলা পরিদর্শন করেন। এই এলাকায় আশ্রয় নিয়েছেন ঘরছাড়া অজস্র মানুষ। ৩ মে থেকে মণিপুর-হিংসায় কমপক্ষে ১৫০ মানুষ প্রাণ হারিয়েছেন এবং ৬০ হাজারের বেশি মানুষ ঘরছাড়া হয়েছেন।
আরও পড়ুন-মুম্বইয়ের স্টুডিয়োতে আত্মহত্যা আর্ট ডিরেক্টর নীতীন দেশাইয়ের
আজকের এই সাক্ষাতে কংগ্রেসের তরফে গৌরব গগৈ ও অধীর রঞ্জন চৌধুরী ছাড়া, উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সুস্মিতা দেব, শরদ পাওয়ার, সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডাঃ ফারুক আবদুল্লাহ, রাজীব রঞ্জন (লালন), ডেরেক ও’ব্রায়েন, সঞ্জয় সিং, কানিমোঝি, সঞ্জয় রাউত, রামগোপাল যাদব প্রমুখ। অধীর রঞ্জন চৌধুরী সকলের স্বাক্ষরিত স্মারকলিপি রাষ্ট্রপতির কাছে হস্তান্তর করেছেন।
অন্যদিকে, বিরোধীদের বিক্ষোভে দুপুর ২টো অবধি লোকসভা অধিবেশন স্থগিত করে দেওয়া হয়। জানা গিয়েছে বিরোধীরা মণিপুর ইস্যু নিয়ে আলোচনা না হওয়ায় রাজ্যসভা থেকে ওয়াক আউট করে।