নয়াদিল্লি: শুরুতেই ইন্দ্রপতন! ইন্ডিয়া ওপেনের (India Open- PV Sindhu) প্রথম রাউন্ড থেকেই ছিটকে গেলেন পি ভি সিন্ধু। চোট সারিয়ে পাঁচ মাস বাদে কোর্টে ফিরেই মালয়েশিয়া ওপেনের প্রথম রাউন্ডে হেরেছিলেন। সেই ব্যর্থতার ধারা বজায় রইল দেশের মাটিতেও। মঙ্গলবার সিন্ধু কোর্টে নেমেছিলেন থাইল্যান্ডের সুপানিদা কেটথাংয়ের বিরুদ্ধে। বিশ্ব তালিকার ৩০ নম্বরে থাকা থাই শাটলারের কাছে ১৪-২১, ২০-২২ সরাসরি গেমে হেরে যান সিন্ধু (India Open- PV Sindhu)। নতুন বছরে দু’বারের অলিম্পিক পদকজয়ীর এই খারাপ ফর্ম রীতিমতো চিন্তায় রাখছে ভক্তদের।
তবে সিন্ধুর বিদায়ের দিনে জয়ের মুখ দেখেছেন লক্ষ্য সেন ও সাইনা নেহওয়াল। ছেলেদের সিঙ্গলসের প্রথম রাউন্ডে আরেক ভারতীয় শাটলার এইচ এস প্রণয়কে ২১-১৪, ২১-১৫ গেমে হারিয়ে দেন লক্ষ্য। অন্যদিকে, সাইনা ২১-১৭, ১২-২১, ২১-১৯ গেমে হারিয়েছেন ডেনমার্কের মিয়া ব্লিচফেল্ডকে। মেয়েদের সিঙ্গলসে খেতাব জয়ের অন্যতম দাবিদার ক্যারোলিনা মারিন ২১-১৩, ২১-১৮ গেমে হারিয়েছেন জাপানের নোজোমি ওকুহারাকে। ছেলেদের সিঙ্গলসে অপ্রত্যাশিতভাবে হেরেছেন জাপানের কেন্তো মোমোতা। তিনি ১৫-২১, ১১-২১ গেমে হেরে গিয়েছেন ডেনমার্কের রাসমুস গেমকের কাছে। ছেলেদের ডাবলসের প্রথম রাউন্ডে জয় পেয়েছেন ভারতীয় জুটি সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেটি।
আরও পড়ুন-২০২২ সালে বিশ্বে নিহত ৮৬ সাংবাদিক