অশোভন বিলাস

Must read

প্রতিবেদন : গত শুক্রবার অনেক ঢাকঢােল পিটিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদ্বোধন করেন বিলাসবহুল প্রমোদতরী গঙ্গা বিলাসের। যাত্রা শুরুর দিন তিনেকের মধ্যেই গঙ্গাবিলাসকে ঘিরে দেখা দিল একাধিক বিতর্ক। কখনও এই ক্রুজে মদ পরিবেশনের অভিযোগ উঠছে তো কখনও যাত্রাপথে বিভ্রাটের জেরে এটি উঠে আসছে শিরোনামে। এবার প্রমোদতরীকে সরাসরি আক্রমণ করলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ (Ganga Vilas- Jairam Ramesh)। গঙ্গাবিলাসকে অশোভনীয় বলে কটাক্ষ করলেন এই প্রবীণ নেতা।

আরও পড়ুন-দ্বিতীয় বিয়ে করে পাকিস্তানেই বহাল তবিয়তে দাউদ

১৩ জানুয়ারি বারাণসী থেকে ৫১ দিনের যাত্রা শুরু করে গঙ্গাবিলাস (Ganga Vilas- Jairam Ramesh)। ২৭টি নদী পেরিয়ে যার গন্তব্য ডিব্রুগড়। যাত্রীরা দেখতে পারবেন অন্তত ৫০টি পর্যটনস্থল। এই বিলাসবহুল ব্যবস্থার জন্য প্রতিদিন যাত্রীদের খরচ করতে হবে ৫০ হাজার টাকা। এই বিপুল খরচ নিয়েই আপত্তি জয়রাম রমেশের। তাঁর দাবি, এই প্রমোদতরী যেন চোখে আঙুল দিয়ে ধনী ও গরিবের পার্থক্যটা বুঝিয়ে দিচ্ছে। এটা অত্যন্ত অশোভন। প্রতিদিন ৫০ হাজার টাকা খরচ করার ক্ষমতা ক’জনের আছে? মোদির এই নাটকের জেরে গঙ্গার নিচে থাকা প্রাণীগুলিও বিপদে পড়বে। জীববৈচিত্র নষ্ট হবে।

Latest article