চিনে কমল জনসংখ্যা

Must read

চিনে জনসংখ্যার (China’s population) হারে অস্বাভাবিক পতন ঘটেছে। এক সরকারি রিপোর্টে বলা হয়েছে, ৬০ বছরে এই প্রথম দেশের জনসংখ্যায় পতন ঘটল। ওই রিপোর্ট থেকে জানা গিয়েছে, ২০২২ সালে চিনের মোট জনসংখ্যা ছিল ১৪১১.৭৫ মিলিয়ন। যা ২০২১ সালের তুলনায় ০.৮৫ মিলিয়ন কম। জনসংখ্যা হ্রাস (China’s population) পাওয়ার কারণ হিসেবে উঠে এসেছে সরকারের পরিবার পিছু এক সন্তান নীতি। ১৯৮০ সালে ওই নীতি কার্যকর হয়েছিল। জনসংখ্যার বিস্ফোরণ দেখে চিন সরকারের আশঙ্কা ছিল, দেশের আর্থিক পরিস্থিতি ভেঙে পড়তে পারে। পরিবার পিছু একের বেশি সন্তান হলে সেই পরিবারকে মোটা টাকা জরিমানার কথাও জানিয়ে দেয়। কিন্তু শেষ পর্যন্ত ওই নীতি থেকে সরে আসে চিনের কমিউনিস্ট সরকার। শুধু জনসংখ্যা কমাই নয়, ২০২২ সালে চিনের আর্থিক বৃদ্ধি হয়েছে মাত্র ৩ শতাংশ। ৪০ বছরে এই প্রথম সে দেশে জিডিপির পতন ঘটেছে।

আরও পড়ুন-দ্বিতীয় বিয়ে করে পাকিস্তানেই বহাল তবিয়তে দাউদ

Latest article