ভারতের সঙ্গে যুদ্ধ করে নিঃস্ব হয়েছি

কাশ্মীর ইস্যুতে আলোচনা চান শাহবাজ

Must read

প্রতিবেদন : চরম আর্থিক সংকটে ধুঁকছে প্রতিবেশী দেশ পাকিস্তান। এক টুকরো রুটির জন্য হাহাকার পড়ে গিয়েছে পাকিস্তানের একাধিক জায়গায়। ময়দা, মাংসের দাম সেখানে আকাশছোঁয়া। সামান্য গম নিয়ে চলছে মারামারি। চলতে পরিস্থিতিতে শেষ পর্যন্ত দেশের আর্থিক বিপর্যয়ের কথা স্বীকার করে নিলেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Pakistan- Shahbaz Sharif)। পাকিস্তানের একটি বহুল প্রচারিত ইংরেজি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে শরিফ বলেছেন, ভারতের সঙ্গে তিনটি যুদ্ধে আরও নিঃস্ব, দুঃস্থ হয়েছে পাকিস্তান। বেড়েছে বেকারত্ব। পাকিস্তান ক্রমশ আরও গভীর অর্থনৈতিক সংকটের মধ্যে তলিয়ে যাচ্ছে। দেশ বাঁচাতে তাঁকে বিশ্বের দরবারে কার্যত ভিক্ষার ঝুলি নিয়ে যেতে হচ্ছে। কিন্তু ভারতের দিনে দিনে উন্নতি হচ্ছে।
এর পরেই সুর নরম করে পাক প্রধানমন্ত্রী বলেন, কাশ্মীর ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সৎভাবে এবং বিশদে আলোচনায় বসতে চাই। কাশ্মীর ইস্যু নিয়ে যে বিতর্ক আছে আলোচনার মাধ্যমে তার সমাধান করতে হবে।

আরও পড়ুন-দ্বিতীয় বিয়ে করে পাকিস্তানেই বহাল তবিয়তে দাউদ

সম্প্রতি দুবাই ভিত্তিক আরবি নিউজ টেলিভিশন চ্যানেলে দেওয়া একটি সাক্ষাৎকারে শাহবাজ (Pakistan- Shahbaz Sharif) বলেছেন, ভারত ও পাকিস্তান দুই প্রতিবেশী দেশ। তাদের একে অপরের সঙ্গে মিলেমিশে থাকতে হবে। আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করব, নাকি একে অপরের সঙ্গে ঝগড়া করে সময় ও সম্পদ নষ্ট করব সেটা ঠিক করা সম্পূর্ণটাই আমাদের উপর নির্ভর করে। ভারতের সঙ্গে যুদ্ধ করে আমরা শিক্ষা পেয়েছি। আমরা শান্তিতে থাকতে চাই। আমরা যদি আমাদের আসল সমস্যাগুলি সমাধান করতে পারি তবেই সেটা সেটা সম্ভব হবে। ভারতের উদ্দেশে শাহবাজ আরও বলেছেন, আমরা দারিদ্র দূর করে সমৃদ্ধি আনতে চাই। দেশবাসীকে শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা ও কর্মসংস্থানের সুযোগ দিতে চাই। কোনওভাবেই বোমা, অস্ত্রশস্ত্র কিনে টাকা নষ্ট করতে চাই না। শরিফ আরও বলেন, বর্তমানে ভারত-পাকিস্তান দুই দেশই পরমাণু শক্তিধর দেশ। ঈশ্বর না করুন, যদি আমাদের মধ্যে ফের যুদ্ধ হয়, তাহলে তা নিয়ে বলার জন্য কে বেঁচে থাকবে!

Latest article