আজ ভারতের সামনে জাপান

Must read

রাউরকেলা, ২৫ জানুয়ারি : বিশ্বকাপ হকি থেকে ইতিমধ্যেই ছিটকে গিয়েছে ভারতীয় দল। ক্রসওভার ম্যাচে নিউজিল্যান্ডের কাছে টাইব্রেকারে হেরে বিশ্বকাপ অভিযান শেষ হয়েছে শ্রীজেশদের। এবার নবম স্থান দখলের জন্য নামছে ভারতীয় হকি দল। দুটো ম্যাচ খেলবে তারা। বৃহস্পতিবার প্রথম ম্যাচে হরমনপ্রীত সিংদের প্রতিপক্ষ জাপান (India vs Japan)।
পুল এ-তে তিনটি ম্যাচেই হেরেছিল জাপান (India vs Japan)। বেলজিয়াম, জার্মানি ও দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে হেরে গ্রুপে লাস্টবয় হয়েছিল তারা। অন্যদিকে, পুল ডি-তে স্পেন ও ওয়েলসকে হারিয়ে ছিল ভারত। ইংল্যান্ডের বিরুদ্ধেও ড্র করেছিল ভারতীয় হকি দল। সেক্ষেত্রে শ্রীজেশদের জাপানকে হারাতে তেমন বেগ পেতে হবে না বলেই মনে করছে হকি বিশেষজ্ঞরা। টিম ম্যানেজমেন্ট অবশ্য ২০১৮ সালের এশিয়ান গেমস চ্যাম্পিয়ন জাপানকে গুরুত্ব দিচ্ছে। ক্রসওভার ম্যাচে কিউয়িদের বিরুদ্ধে যেভাবে একের পর এক গোলের সুযোগ হাতছাড়া হয়েছে, তাতে বিরক্ত ভারতের কোচ গ্রাহাম রিড। পাশাপাশি পেনাল্টি কর্নার থেকে গোল করার ব্যর্থতাও চিন্তায় রাখছে হরমনপ্রীতদের কোচকে।

আরও পড়ুন-মিক্সড ডাবলসের ফাইনালে সানিয়া

Latest article