উষ্ণতায় ভরা সরস্বতী পুজো

Must read

প্রতিবেদন: আজ সরস্বতী পুজো (Saraswati Puja)। কিন্তু তার আগেই কার্যত উধাও হয়েছে শীত। বুধবার দিনের বেলা রীতিমতো গরম। জানুয়ারিতে এমন উষ্ণতায় ভরা সরস্বতী পুজো সাম্প্রতিক অতীতে দেখা গিয়েছে কি? তবু সবকিছুকে উপেক্ষা করেই বাংলা মেতে উঠেছে বিদ্যাদেবীর আরাধনায়। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে উদ্দীপনা তুঙ্গে। গত কয়েকদিন ধরে শহরের আকাশ জুড়ে ছিল মেঘ-রোদের লুকোচুরি। মাঘের শুরুতে শীতের এই করুণ দশা দেখে শীতপ্রেমীরা হতাশ। তাঁদের জন্য কোনও সুখবরও শোনাতে পারছে না আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী তিনদিন তাপমাত্রায় বিশেষ কোনও পরিবর্তন হবে না রাজ্যে। রাতের তাপমাত্রা একই থাকবে। তবে ২৮ জানুয়ারির পর ছবিটা বদলানোর সম্ভাবনা রয়েছে। শহর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ২ ডিগ্রির মতো তাপমাত্রা কমতে পারে। তবে ওই অবস্থাও খুব বেশি স্থায়ী হবে না, এমনই দাবি হাওয়া অফিসের। জানুয়ারির শেষ থেকে ফের বাড়তে শুরু করবে তাপমাত্রা। তবে গোটা বঙ্গেই সকালের দিকে কুয়াশার দাপট আরও কয়েকদিন চলবে। বেলা বাড়তেই দেখা মিলবে রোদের, সঙ্গে অনুভূত হবে গরম। আবহাওয়া দফতর জানাচ্ছে, বঙ্গোপসাগরের উপর আপাতত একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর জেরে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প দক্ষিণবঙ্গে প্রবেশ করেছে। এর জেরে পারদ পতনে উঠা-নামা চলছে। ২৬ জানুয়ারি সরস্বতী পুজোর (Saraswati Puja) দিন ঠান্ডার অনুভূতি বিশেষ থাকবে না। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্মনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারেও বলে জানিয়েছে হাওয়া অফিস।

আরও পড়ুন-প্রতিহিংসার রাজনীতি, ইডির হাতে ধৃত সাকেত

Latest article