অন্যতম সেরার স্বীকৃতি পেল কলকাতা বিশ্ববিদ্যালয়, গর্বিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের সেরা বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে ষষ্ঠ স্থান অধিকার করেছে কলকাতা বিশ্ববিদ্যালয়। অন্যতম সেরার স্বীকৃতি পেল কলকাতা বিশ্ববিদ্যালয়।

Must read

কলকাতা বিশ্ববিদ্যালয়ের (Calcutta University) গর্বে আজ গর্বিত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতের সেরা বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে ষষ্ঠ স্থান অধিকার করেছে কলকাতা বিশ্ববিদ্যালয়। অন্যতম সেরার স্বীকৃতি পেল কলকাতা বিশ্ববিদ্যালয়।

আরও পড়ুন-১৩১তম ডুরান্ড কাপ টুর্নামেন্ট উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সোশ্যাল মিডিয়াতে সকলকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন ‘কলকাতা বিশ্ববিদ্যালয় তার দৃষ্টান্তমূলক পারফরম্যান্সের জন্য প্রশংসা জিতেছে বলে আমি গর্বিত! ইন্ডিয়া টুডে দ্বারা ভারতের সেরা বিশ্ববিদ্যালয় সমীক্ষা ২০২২ অনুসারে, কলকাতা বিশ্ববিদ্যালয় ভারতের সমস্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে ষষ্ঠ এবং সমস্ত রাষ্ট্রীয় সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে সর্বোচ্চ স্থান পেয়েছে। বিগত ৩ বছরে সর্বোচ্চ সংখ্যক পিএইচডি এবং পেটেন্ট অনুদান দেওয়ার ক্ষেত্রে কলকাতা বিশ্ববিদ্যালয় দ্বিতীয় স্থানে রয়েছে এবং সরকারি বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে ‘ক্যারিয়ার প্রগ্রেশন অ্যান্ড প্লেসমেন্ট’-এ তৃতীয় সর্বোচ্চ স্কোর পেয়েছে। সকল ছাত্র ও শিক্ষকদের অভিনন্দন!’

আরও পড়ুন-জম্মু-কাশ্মীরে বাস উল্টে মৃত ৬ জওয়ান, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী- অভিষেকের

ভারতের সেরা বিশ্ববিদ্যালয় সমীক্ষা ২০২২ অনুযায়ী পড়ুয়াদের পিএইচডি ডিগ্রি করানোর ক্ষেত্রে সারা দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। প্রসঙ্গত পেটেন্ট দেওয়ার ক্ষেত্রেও সারা দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। ইন্ডিয়া টুডে প্রকাশিত ভারতের সেরা বিশ্ববিদ্যালয় সমীক্ষা ২০২২ এর, ১৫ অগাস্ট, ২০২২ ইস্যুতে এই খবর সামনে এসেছে।

Latest article