আজ বুধবার বিভিন্ন শিল্পপতিদের বাংলায় বিনিয়োগের আহ্বান জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের মঞ্চে বাংলার মেয়েদের অগ্রগতির কথা সামনে আনেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমাদের দল মহিলাদের ক্ষমতায়নে বিশ্বাসী। দলের ৩৮ শতাংশ মহিলা।’
আরও পড়ুন-নারীনিগ্রহ ঠেকাতে দিঘা-কাঁথিতে ‘উইনার্স’
বিভিন্ন খাতে বাংলার অগ্রগতির কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, ‘অতিমারি পরিস্থিতিতেও বাংলার জিডিপি বৃদ্ধি উল্লেখযোগ্য। ভারতের জিডিপি ছিল মাইনাস, আমরা ছিলাম প্লাস। রাজস্ব আয় ৪ শতাংশ বেড়েছে। এই কথা বলছি কারণ আপনাদের এখানে ব্যবসা করতে সুবিধা হবে।’ মমতা আরো বলেন, বাংলার উন্নয়ন দাঁড়িয়ে আট স্তম্ভের উপর। রাজ্যে ‘সিঙ্গ উইন্ডো’ বাণিজ্যের প্রসঙ্গ সামনে আনেন মমতা।
এদিন লক্ষ্মীর ভাণ্ডার থেকে স্বাস্থ্য সাথী কার্ডের সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করেন তিনি। মমতা বলেন, ‘লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে কোটি কোটি মহিলা লাভবান হয়েছে। স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে প্রাইভেট হাসপাতালেও বিনামূল্যে চিকিত্সার সুবিধা পান সাধারণ মানুষ।’
আরও পড়ুন-মুর্শিদাবাদের শিল্পসম্ভাবনা
মমতা আজ বলেন, ‘সম্মেলনে আসার জন্য সবাইকে ধন্যবাদ। ২ বছর এই সম্মেলন হচ্ছে। কোভিডের পর এই প্রথম বাণিজ্য সম্মেলন হচ্ছে।’ মমতা এদিন দাবি করেন যে বাংলা দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে শীর্ষে। তিনি আরো বলেন, ‘১০০ দিনের কাজে বাংলা শীর্ষে, ক্ষুদ্র ব্যবসার ক্ষেত্রে শীর্ষে বাংলা, সংখ্যালঘু স্কলারশিপে বাংলা শীর্ষে। গ্রামীণ আবাসন নির্মাণে আমরা এক নম্বরে। আমরা ধান উৎপাদন থেকে ই-টেন্ডারে এক নম্বরে।’
আরও পড়ুন-বাঁকুড়ার বিষ্ণুপুরে দ্বারিকা শিল্পাঞ্চলে একাধিক শিল্পগোষ্ঠী টাটাদের বিনিয়োগ বাংলায়
মুখ্যমন্ত্রী আজ বলেন, ‘বাংলার বাজারে চাহিদা রয়েছে। কারণ বাংলা পূর্ব ভারত, উত্তর-পূর্ব ভারত, বাংলাদেশ, ভুটান, দক্ষিণ-পূর্ব এশিয়ার গেটওয়ে বাংলা। তাই বাংলায় বিনিয়োগ করলে আপনাদের ব্যবসা এই সব জায়গায় সম্প্রসারিত হবে।’