হাওয়াইয়ের দাবানলে পুড়ে গেল ভারতের উপহার ১৫০ বছরের বটগাছ

লাহাইনার একটি প্রধান ল্যান্ডমার্ক হল এই বট গাছ। এই বট গাছের নিচে অনেকরকম অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে।

Must read

হাওয়াই (Hawaii) দ্বীপপুঞ্জে মাউই অঞ্চলে বিধ্বংসী দাবানলের আগুনে বিপুল সংখ্যক গাছপালা ও বাড়িঘর পুড়ে ছাই হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত এই দাবানলে ৮০ জনের মৃত্যু হয়েছে। ঘরছাড়া হয়েছেন হাজার-হাজার মানুষ। এবার জানা গেল ক্ষতিগ্রস্ত হয়েছে ১৫০ বছরের একটি পুরনো বটগাছ। আমেরিকার বৃহত্তম বট বৃক্ষগুলির মধ্যে অন্যতম এই বটগাছটি ভারত থেকে নিয়ে যাওয়া হয়েছিল।

আরও পড়ুন-দাদাগিরি ১০ ঘোষণা করলেন সৌরভ গাঙ্গুলী, ভাইরাল পোস্ট

১৮৭৩ সালে মাউয়ের লাহাইনা শহরে মূল কাণ্ড ছাড়া ৪৬ টি শাখা কাণ্ডর এই বটগাছটি লাগানো হয়েছিল। লাহাইনা কোর্টহাউস এবং লাহাইনা হারবারের সামনে এই বটগাছকে হাওয়াইরা স্থানীয় ভাষায় ‘প্যানিয়ানা’ বলে। বটগাছটির উচ্চতা কমপক্ষে ৬০ ফুট ।বট গাছটির বেশিরভাগ অংশ পুড়ে গিয়েছে। সামান্য অংশই বেঁচে রয়েছে। গত এপ্রিল মাসে এই বটগাছটির ১৫০ তম জন্মদিন পালন করা হয়েছিল।

আরও পড়ুন-কানাডায় হিন্দু মন্দিরে ভাঙচুর

আপাতত, গাছটাকে কীভাবে বাঁচানো যায় সেই চেষ্টা চালাচ্ছে প্রশাসন। শিকড় অক্ষত থাকলে গাছটি আবার বেড়ে উঠবে বলেই মনে করছে বিশেষজ্ঞরা। লাহাইনা রেস্টোরেশন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক থিও মরিসন জানান, বট গাছ সহজে মরে না। তাই এটি বেঁচে উঠবে।

আরও পড়ুন-যাদবপুর কাণ্ডে গ্রেফতার আরও দুই পড়ুয়া

লাহাইনার একটি প্রধান ল্যান্ডমার্ক হল এই বট গাছ। এই বট গাছের নিচে অনেকরকম অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। এক একর জায়গার মধ্যে তিনভাগের মধ্যে দুই ভাগ ছায়া প্রদান করে দেয় এই বটগাছ। মাউই কাউন্টি আর্বোরিস্ট কমিটি এই বটগাছের স্বাস্থ্য এবং রক্ষণাবেক্ষণ করে থাকে ।

Latest article