জাতীয়

পিএম কেয়ার্স ফান্ডের তথ্য ফাঁস, পড়ে আছে বিপুল টাকা, খরচ অল্পই

প্রতিবেদন : করোনা মহামারীর মতো জরুরি পরিস্থিতির মোকাবিলা করার জন্য প্রধানমন্ত্রীর নামে ২০২০ সালে তৈরি করা হয়েছিল পিএম কেয়ার্স ফান্ড। পরের বছর অর্থাৎ ২০২০-২১ অর্থবর্ষে এই ফান্ডে বিপুল পরিমাণ অর্থ জমা পড়ে। অথচ সেই তহবিল থেকে যৎসামান্য অর্থ এখনও পর্যন্ত খরচ করা হয়েছে। এতদিন বিরোধীরা এই ফান্ডের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছিল। ফান্ডের টাকা বহু জরুরি জনস্বার্থের খাতে অব্যবহৃত পড়ে থাকার অভিযোগ উঠছিল। আর এবার কেন্দ্রীয় সরকারই স্বীকার করে নিল অভিযোগ। মহামারী তহবিলের এই টাকা খরচ হয়েছে যৎসামান্য। বেশিরভাগ টাকা পড়েই আছে।

আরও পড়ুন-ক্রিপ্টোকারেন্সি নিয়ে

পিএম কেয়ার্স ফান্ডের ওয়েবসাইটের অডিট স্টেটমেন্ট থেকে জানা গিয়েছে, ২০২০-২১ অর্থবর্ষে পিএম কেয়ার্স ফান্ডে ১০ হাজার ৯৯০ কোটি টাকা জমা হয়েছে। যদিও তা থেকে খরচ হয়েছে মাত্র ৩ হাজার ৯৭৬ কোটি টাকা। পরিযায়ী শ্রমিকদের কল্যাণের জন্য তহবিল থেকে মাত্র ১ হাজার কোটি টাকা খরচ করেছে সরকার। এছাড়া কোভিড চিকিৎসার জন্য খরচ করেছে ১৩৯২ কোটি টাকা। ২০২০-২১ অর্থবর্ষে বিদেশ থেকে এই তহবিলে জমা পড়েছে ৪৯৪.৯১ কোটি টাকা।

আরও পড়ুন-কাঠগড়ায় এমসিকিউ

উল্লেখ্য, ২০২০ সালের মার্চ মাসে করোনা মোকাবিলায় এই ফান্ড তৈরি করা হয়েছিল। করোনাজনিত পরিস্থিতি জরুরি ভিত্তিতে মোকাবিলার জন্য এই ফান্ড তৈরির ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি। সর্বস্তরে আবেদন করেছিলেন মুক্তহস্তে দান করার জন্য। প্রথম থেকেই কেন্দ্রের এই তহবিল ঘিরে যথেষ্ট ধোঁয়াশা। এর আগে এই তহবিলের কোনও হিসাব পরীক্ষা হয়নি। টাকার হিসাব চেয়ে বিরোধীরা একাধিকবার সরব হয়েছে। কিন্তু কেন্দ্রের পক্ষ থেকে বিরোধীদের দাবি উড়িয়ে দেওয়াই হয়েছে।

সরকারের দাবি, পিএম কেয়ার্স ফান্ড একটি পাবলিক চ্যারিটেবল ট্রাস্ট। এটি কোনও সরকারি সংস্থা নয়। প্রধানমন্ত্রী নিজেও একাধিকবার বলেছিলেন, এই ফান্ডের জমাকৃত অর্থ থেকেই করোনার টিকা ও চিকিৎসার জন্য বিভিন্ন সরঞ্জাম কেনা হয়েছে। কিন্তু বাস্তবে অডিট স্টেটমেন্ট থেকে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রীর এই বক্তব্যের কোনও সারবত্তা নেই। ফান্ডে জমা পড়া টাকার সিংহভাগ অযথাই পড়ে রয়েছে।

Jago Bangla

Recent Posts

জানুয়ারিতেই দ্বিতীয় দফায় ইন্টারভিউ, বিজ্ঞপ্তি পর্ষদের

প্রতিবেদন: ১৩,৪২১ শূন্যপদের জন্য দ্বিতীয় দফার ইন্টারভিউর দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal…

31 minutes ago

‘অনুমোদন’ পোর্টালের জাতীয় স্বীকৃতি, ডিজিটাল পরিকাঠামোয় পুরস্কৃত রাজ্য সরকার

রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…

51 minutes ago

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্য, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…

2 hours ago

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

5 hours ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

8 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

8 hours ago