নয়াদিল্লি : তথ্য-পরিসংখ্যানের ধার ধারে না মোদি সরকার। সোমবার তৃণমূল কংগ্রেস সাংসদের প্রশ্নে তা আরও একবার স্পষ্ট হল।
গঙ্গানদীকে দূষণমুক্ত রাখতে ২০১৪ সালে ঢাকঢোল পিটিয়ে শুরু করা হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাধের প্রকল্প ‘নমামি গঙ্গে’। বিজেপি সরকারের পক্ষ থেকে ঢালাও প্রচার করা হয়েছিল তাদের ‘গঙ্গা-ভক্তি’ নিয়ে।
আরও পড়ুন-সুপ্রিম কোর্টে মোদি সরকারের ডিগবাজি, টিকাকরণে আধার বাধ্যতামূলক নয়
কিন্তু তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়ানের প্রশ্নের উত্তরে সংসদে দাঁড়িয়ে, কেন্দ্রীয় সরকারের উত্তর, ‘নমামি গঙ্গে’ প্রকল্পে শুধুমাত্র বিজ্ঞাপনের পিছনেই কেন্দ্রীয় সরকার এখনও পর্যন্ত খরচ করেছে ১২৬ কোটি টাকা। গঙ্গায় ভেসে যাওয়া মৃতদেহের কোনও সঠিক সংখ্যা জানা নেই তাঁদের। ফলে গঙ্গায় ভেসে যাওয়া মৃতদেহ থেকে দূষণের পরিমাণও অজানা।
আরও পড়ুন-বিশ্বকাপ ২০১১, পাকিস্তান ম্যাচে ধোনিদের জেতাতে দিনভর উপোস করেছিলেন লতা
সাংসদ ডেরেক ও’ব্রায়ানের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রকের প্রতিমন্ত্রী বিশ্বেশ্বর টুডু স্বীকার করেন, কোভিডের কারণে গঙ্গায় যে সমস্ত মৃতদেহ ভেসে গিয়েছিল তার কোনও সঠিক পরিসংখ্যান নেই কেন্দ্রের কাছে। তবে করোনার সময় গঙ্গানদীতে লাশ ভেসে উঠতে যে দেখা গিয়েছে তা কার্যত স্বীকার করে নিয়ে মন্ত্রী বলেছেন, পোড়া বা আংশিকভাবে দগ্ধ মৃতদেহগুলি মাটিতে বা নদীর তীরে ভাসতে দেখা যায়।