দেশবিরোধী! আরএসএস কোপে ইনফোসিস

Must read

নয়াদিল্লি : বিজেপি এবার শিল্প-বাণিজ্যের ক্ষেত্রে বিভাজনের কাজ শুরু করল। ভারতের ৪ নম্বর শিল্প সংস্থা, যারা চলতি আর্থিক বছরে ১ লক্ষ কোটি টাকার বেশি ব্যবসা করেছে বিশ্বজুড়ে, সেই ইনফোসিসকে ‘দেশবিরোধী শক্তি’ ও ‘টুকরে টুকরে গ্যাং’-এর বন্ধু হিসাবে চিহ্নিত করল আরএসএস মুখপত্র ‘পাঞ্চজন্য’। মুখপত্রে চন্দ্রকান্তর লেখা এক নিবন্ধে বলা হয়েছে, ভারতীয় অর্থনীতিকে বেসামাল করতে চেষ্টা চালাচ্ছে ভারতের আন্তর্জাতিক তথ্য-প্রযুক্তি সংস্থা। এই লক্ষ্যেই ইনফোসিস নকশাল, বাম ও টুকরে টুকরে গ্যাং-কে সহায়তা করছে। গত ৭ জুন আয়করের ই-ফাইলিং ব্যবস্থা সহ একটি নতুন পোর্টাল চালু করে সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস। কিন্তু শুরু থেকেই পোর্টালে নানা সমস্যা দেখা দেয়। ই-ফাইলিং পোর্টালটি তৈরি ও দেখভালের দায়িত্বে ইনফোসিস।

আরও পড়ুন- কলকাতার মামলা হঠাৎ কেন দিল্লি গেল

সমস্যা সমাধানে ইতিমধ্যেই হস্তক্ষেপ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। ২৩ অগাস্ট ইনফোসিস-এর সিইও সলিল পারেখকে নিজের দফতরে ডেকে আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে ই-ফাইলিং প্রক্রিয়া ত্রুটিমুক্ত করতে নির্দেশ দেন নির্মলা সীতারামন। এর পরেই আসরে নেমে পড়ে দেশের প্রধান শাসক দল বিজেপির ধর্মগুরু আরএসএস।

সংগঠনের মুখপত্রে প্রকাশিত নিবন্ধে প্রশ্ন তোলা হয়, বিদেশি ক্রেতাদেরও জন্যেও কি ইনফোসিস এই ধরনের জঘন্য পরিষেবা প্রদান করে থাকে? ইনফোসিসের এইসব কাজের পিছনে বিরোধী রাজনৈতিক শক্তির মদত থাকতে পারে বলে পাঞ্চজন্যে ইঙ্গিত। ‘খ্যাতি ও ক্ষতি’ শীর্ষক লেখায় বলা হয়েছে, এই প্রথম নয়। জিএসটি সংক্রান্ত ওয়েবসাইট ও কর্পোরেট মন্ত্রকের কাজের ক্ষেত্রেও ইনফোসিসের কাজে সমস্যা দেখা গিয়েছিল। গেরুয়া সমালোচক কিছু মিডিয়ায় ইনফোসিসের বিনিয়োগ রয়েছে বলে বিজেপির ধারণা।

Latest article