প্রতিবেদন : একদিকে স্থানীয় লোকশিল্পের প্রসার, অপরদিকে স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন। এই দুই লক্ষ্যকে সামনে রেখে এবার রাজ্যের প্রতিটি পর্যটন কেন্দ্রের জন্য পরিকল্পনা তৈরি করল রাজ্য সরকার। প্রতিটি পর্যটন কেন্দ্রে বিশ্ববাংলা, তন্তুজ, হস্তশিল্পের সঙ্গে যুক্ত গ্রামীণ স্বনির্ভর গোষ্ঠীগুলির স্টল তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে জেলাশাসকদের।
আরও পড়ুন-জেলায় বিদ্যুৎ ব্যবস্থা দেখতে ইঞ্জিনিয়াররা
মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী সম্প্রতি জেলাশাসকদের এধরনের স্টল তৈরির জন্য উপযুক্ত জায়গা চিহ্নিত করার নির্দেশ দিয়েছেন। স্টল তৈরির জন্য উপযুক্ত জায়গা পাওয়া না গেলে অন্তত কিয়স্কের ব্যবস্থা করতে হবে। জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে, আগামী ৩১ জুলাইয়ের মধ্যে বিভিন্ন পর্যটন কেন্দ্রে স্থান নির্বাচন করে তা পাঠাতে হবে রাজ্যের পর্যটন ও ক্ষুদ্র, মাঝারি এবং কুটির শিল্প দফতর সচিবের কাছে। সেই সঙ্গে জানাতে হবে আনুষঙ্গিক বিস্তারিত তথ্য। নবান্ন সূত্রে খবর, পুজোর আগেই রাজ্যের বিভিন্ন জেলার সমস্ত পর্যটন কেন্দ্রে চালু করা হবে এই ধরনের স্টল। প্রতিটি পর্যটন কেন্দ্রে এই বিশেষ বিশেষ স্টল থাকবে অন্তত ১৫ থেকে ২০টি। উল্লেখ্য, রাজ্যে বিভিন্ন ধরনের সার্কিট রয়েছে। আছে নেচার- হেরিটেজ-রিলিজিয়াস-কালচারাল-ট্যুরিস্ট সার্কিট।
আরও পড়ুন-জওয়ান বাঁচাল বাবা ও শিশুপুত্রকে
বিভিন্ন পর্যটন কেন্দ্রে রাজ্য তুলে ধরতে চাইছে সেই অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতি। তুলে ধরা হবে একাধিক লোকশিল্প। জানা গিয়েছে, বিশেষ সুযোগ দেওয়া হবে আনন্দধারা প্রকল্পের গোষ্ঠীদেরও। এই কিয়স্ক বা স্টল করতে পর্যটন কেন্দ্রের বাইরে কারও জমিও চুক্তি অনুসারে নিতে পারেন জেলাশাসকরা। তবে রাজ্যকে জানাতে হবে বিস্তারিত তথ্য। মানে জমির মালিকের নাম, কোন জায়গায় এই জমি, জমির পরিমাণ কত- এই সমস্ত তথ্য। রাজ্যজুড়ে ইতিমধ্যেই ঠিক করা হয়েছে এরকম বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র।
আরও পড়ুন-রক্তব্যাধি রুখতে দুয়ারে হবে রক্তপরীক্ষা
এই তালিকায় আছে উত্তরের আলিপুরদুয়ার জেলার রাজাভাতখাওয়া থেকে দক্ষিণের বাঁকুড়া জেলার মুকুটমণিপুর। রাজ্যজুড়ে জয়গাঁ, জলদাপাড়া জঙ্গল, কোচবিহার রাজবাড়ি, তারাপীঠ, মাইথন ড্যাম, বোটানিক্যাল গার্ডেন, নন্দন, চিড়িয়াখানা, ইকোপার্ক, জোড়াসাঁকো, দিঘা, মন্দারমণি সহ বিভিন্ন জায়গা রয়েছে। পর্যটন তালিকায় সম্প্রতি যুক্ত হয়েছে কর্ণগড়। দাবি উঠছে, হেরিটেজ- ট্যুরিস্ট-নেচার-রিলিজিয়াস ও কালচারাল মর্যাদা প্রাপ্ত কর্ণগড় ও রানি শিরোমণি গড়ে তৈরি হোক এই ধরনের স্টল ও কিয়স্ক। হেরিটেজ সার্কিটে স্থান পাক কর্ণগড়।
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…