প্রতিবেদন : একশো দিনের কাজের জব কার্ডের সঙ্গে আধার সংযোগের কাজ দ্রুত শেষ করতে রাজ্যের পঞ্চায়েত দফতর নির্দেশিকা জারি করেছে। রাজ্যের প্রতিটি জেলা প্রশাসনের জন্য জারি করা ওই নির্দেশিকায় বলা হয়েছে, রাজ্যে এখনও একশো দিনের কাজের যে সব শ্রমিকদের জবকার্ড বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযোগের কাজ শেষ হয়নি তা আগামী ১২ ফেব্রুয়ারির মধ্যে সেরে ফেলতে হবে।
আরও পড়ুন-প্রশ্নের মুখে সিবিআই
প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে সরকারি আধিকারিকদের ওই কাজ করতে হবে। না হলে ১ এপ্রিল থেকে ওই উপভোক্তারা একশো দিনের কাজের মজুরি পাবেন না। প্রশাসনিক সূত্রে খবর, রাজ্যে এখনও প্রায় ৭১ লক্ষ উপভোক্তার উপভোক্তার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড সংযোগের কাজ বাকি রয়েছে। প্রায় ৩০ হাজার উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার যোগ নেই। নির্দেশিকায় বলা হয়েছে ১ ফেব্রুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারির সরকারি আধিকারিকদের বাড়ি বাড়ি গিয়ে উপভোক্তাদের খুঁজে বের করতে হবে।
আরও পড়ুন-দখলদারিতে কড়া ব্যবস্থা পুরসভার
৭ তারিখ থেকে ৯ তারিখ পর্যন্ত চলবে বকেয়া আধার সংযোগের কাজ। ১২ তারিখের মধ্যে ওই কাজ শেষ করে সেই সংক্রান্ত নথি পঞ্চায়েত দফতরে জমা করতে হবে। একশো দিনের জবকার্ডের সঙ্গে বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযোগের কাজ আগেই শুরু হয়েছিল। কিন্তু সেই কাজ বেশ ধীর গতিতে হওয়ায় এই নির্দেশিকা।