দেশে সস্তা হবে ইনসুলিন! ঋণ দেবে রাশিয়া

এই আবহে জেনেসিস তাদের তৈরি ইনসুলিন আমেরিকায় সস্তায় বিক্রি করার পরিকল্পনা করছে। এতে অর্থনৈতিক সমৃদ্ধি হবে দুই দেশে

Must read

প্রতিবেদন : ডায়াবেটিস রোগীদের জন্য ইনসুলিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতে যাতে এই ইনসুলিনের সমস্যা না হয় সেই কারণে এবার সাহায্যের হাত বাড়াল মার্কিন মুলুক। হায়দরাবাদ ভিত্তিক সংস্থা জেনেসিস বায়োলজিকসের সঙ্গে ৫০ মিলিয়ন ডলার বা প্রায় ৪০০ কোটি টাকার ঋণের চুক্তি করেছে মার্কিন ডেভেলপমেন্ট ফিন্যান্স কর্পোরেশন। বছর তিনেক আগে বিশ্বে যখন কোভিড ভাইরাসের বাড়বাড়ন্ত তখন আমেরিকার পাশে দাঁড়িয়েছিল ভারত। এদেশ থেকে বিপুল পরিমাণে হাইড্রোক্সিক্লোরোকুইন সেদেশে পাঠানো হয়েছিল।

আরও পড়ুন-‘মহাভারতের রচয়িতা কৃত্তিবাস’, মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করতে গিয়ে বিপাকে বিরোধী দলনেতা

যদিও ওই ওষুধের কার্যকারিতা প্রশ্নাতীত নয়, তবুও আমেরিকা সেই সাহায্য ভোলেনি বলেই মনে করা হচ্ছে। ৪০০ কোটি টাকা ঋণ পেয়ে জেনেসিস বায়োলজিকস তেলেঙ্গানায় একটি অত্যাধুনিক ওষুধ প্রস্তুতকারক ইউনিট গড়বে বলে জানা যাচ্ছে। এই সংস্থা আমেরিকার সাহায্য নিয়ে ডায়েবেটিস চিকিৎসায় যুগান্তকারী পরিবর্তন আনার অঙ্ক কষছেন। ফলে ভারত সহ গোটা বিশ্ব লাভবান হবে বলেই আশা। কিন্তু এতে আমেরিকার কি কোনও স্বার্থই নেই? বিশেষজ্ঞরা বলছেন, আমেরিকায় ইনসুলিনের চড়া দামের বিষয়ে অনেকেই জানেন। এই আবহে জেনেসিস তাদের তৈরি ইনসুলিন আমেরিকায় সস্তায় বিক্রি করার পরিকল্পনা করছে। এতে অর্থনৈতিক সমৃদ্ধি হবে দুই দেশে।

Latest article