সংবাদদাতা, জলপাইগুড়ি : আদিবাসী সমাজকে বারে বারে অপমান। নেতাদের কটূক্তি। গদ্দার অধিকারীর ন্যক্কারজনক আচরণে এবার বড় পদক্ষেপ নিলেন আদিবাসী সমাজের মানুষ এবং সংগঠনের কর্মীরা। ডুয়ার্সের আদিবাসী এলাকায় ঢুকতে দেওয়া হবে না গদ্দারকে বলে একযোগে গর্জে উঠলেন তাঁরা। সোমবার ডুয়ার্সের মালবাজার বাস স্ট্যান্ড-এ একটি প্রতিবাদ সভা করেন তাঁরা। তীর, ধনুক, বর্শা নিয়ে প্রতিবাদে শামিল হন।
আরও পড়ুন-টেস্টের সেরা দূত হল বিরাট : শাস্ত্রী
ডুয়ার্সের সমস্ত এলাকা থেকে অনেক আদিবাসী মানুষ এই সভায় অংশগ্রহণ করেন। এদিন আদিবাসী সমাজের পক্ষে বক্তব্য রাখতে গিয়ে তাদের প্রতিনিধি ধনরাজ টিজ্ঞা বলেন, চলতি মাসের ১৬ তারিখ চালসায় সভা করতে এসে আমাদের নেতা তথা জলপাইগুড়ি জেলা আইএনটিটিইউসির সভাপতি রজেশ লাকড়ার নাম করে কটূক্তি করেন। আমাদের সমাজ, আমাদের নেতাকে অপমান করেছে গদ্দার অধিকারী। তার বক্তব্যে গোটা আদিবাসী সমাজ ক্ষুব্ধ। এরপরে তাকে আর ডুয়ার্সে এবং আদিবাসী এলাকায় ঢুকতে দেবেন না তাঁরা। উল্লেখ্য, এর আগেও মন্ত্রী বীরবাহা হাঁসদা সম্পর্কে অত্যন্ত কুরুচিকর মন্তব্য করেন গদ্দার অধিকারী। এই ঘটনার পর তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করা হয়। বারে বারে আদিবাসী সম্প্রদায়ের মানুষের প্রতি গদ্দারের কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে রাজ্য জুড়ে প্রতিবাদের ঝড় ওঠে।
আরও পড়ুন-আবেশের সঙ্গে জুটি জমেছে অর্শদীপের
তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে এই প্রতিবাদে এগিয়ে আসন সাধারণ মানুষও। কিন্তু তারপরেও এই অপমান চলছে। আদিবাসী নেতা রাজেশ লাকড়ার প্রসঙ্গেও কটূক্তি করায় এবার ডুয়ার্সের আদিবাসী সমাজ গদ্দারকে এলাকায় ঢুকতে দেওয়া হবে না বলে গর্জে উঠল। এ প্রসঙ্গে আইএনটিটিইউসির জেলা সভাপতি ও আদিবাসী নেতা রাজেশ লাকড়া (টাইগার) বলেন, আদিবাসী সমাজ আমাকে সম্মান করে। গদ্দার অধিকারীর অপমানের জবাব তরাই-ডুয়ার্সের আদিবাসী মানুষরা দেবেন।
‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…