টেস্টের সেরা দূত হল বিরাট : শাস্ত্রী

শচীন তেন্ডুলকরের ১০০ সেঞ্চুরির রেকর্ড ভাঙতে পারবেন কিনা, সেটা সময় বলবে।

Must read

নয়াদিল্লি, ১৮ ডিসেম্বর : শচীন তেন্ডুলকরের ১০০ সেঞ্চুরির রেকর্ড ভাঙতে পারবেন কিনা, সেটা সময় বলবে। তবে রবি শাস্ত্রী আশাবাদী, বিরাট কোহলি আরও বছর চারেক আন্তর্জাতিক ক্রিকেটে রাজত্ব করবেন।
টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ এই মুহূর্তে অস্ট্রেলিয়া-পাকিস্তান টেস্ট সিরিজে ধারাভাষ্য দিতে ব্যস্ত।

আরও পড়ুন-আবেশের সঙ্গে জুটি জমেছে অর্শদীপের

তারই ফাঁকে ফক্স ক্রিকেটকে দেওয়া সাক্ষাৎকারে শাস্ত্রী বলেন, ‘‘বিরাটের বয়স এখন ৩৫। কিন্তু ও যা ফিট এবং খেলার প্রতি ওর যে তীব্র ভালবাসা, সেটা দেখে মনে হয় অনয়াসে আরও বছর চারেক আন্তর্জাতিক ক্রিকেট খেলে দেবে।’’ এখানেই না থেমে শাস্ত্রী আরও বলেছেন, ‘‘বিরাটের মতো পরিশ্রম করতে আমি আর কোনও ক্রিকেটারকে দেখিনি। সব সময় সেরাদের বিরুদ্ধে পারফর্ম করতে মুখিয়ে থাকে। এটাই গ্রেটদের লক্ষ্মণ।’’

আরও পড়ুন-টি-১০ দল কিনলেন বিগ বি

শাস্ত্রী আরও যোগ করেছেন, ‘‘এই টি-২০ যুগেও বিরাট টেস্ট ম্যাচ খেলার জন্য মুখিয়ে থাকে। লাল বলের ক্রিকেট সব সময়ই ওর কাছে অগ্রাধিকার পেয়েছে। সত্যি কথা বলতে কী, টেস্ট ক্রিকেটের সেরা দূতদের অন্যতম বিরাট। মাঠে যখন নামে, সেটা অধিনায়ক হিসাবে হোক বা খেলোয়াড়, ওর শরীরী ভাষাই পাল্টে যায়। সব সময় দলের সাফল্যে নিজের অবদান রাখতে চায়।’’ শাস্ত্রীর সংযোজন, ‘‘এবারের বিশ্বকাপ ফাইনাল মনে পড়ছে? বিরাটের আউটটাই গোটা ম্যাচের টেম্পো ম্যাজিকের মতো বদলে দিয়েছিল। গোটা স্টেডিয়াম স্তব্ধ হয়ে গিয়েছিল।’’

Latest article