আদিবাসীদের অপ.মান, বারবার কটূ.ক্তি, ডুয়ার্সে প্রতি.বাদের ঝড়

নেতাদের কটূক্তি। গদ্দার অধিকারীর ন্যক্কারজনক আচরণে এবার বড় পদক্ষেপ নিলেন আদিবাসী সমাজের মানুষ এবং সংগঠনের কর্মীরা।

Must read

সংবাদদাতা, জলপাইগুড়ি : আদিবাসী সমাজকে বারে বারে অপমান। নেতাদের কটূক্তি। গদ্দার অধিকারীর ন্যক্কারজনক আচরণে এবার বড় পদক্ষেপ নিলেন আদিবাসী সমাজের মানুষ এবং সংগঠনের কর্মীরা। ডুয়ার্সের আদিবাসী এলাকায় ঢুকতে দেওয়া হবে না গদ্দারকে বলে একযোগে গর্জে উঠলেন তাঁরা। সোমবার ডুয়ার্সের মালবাজার বাস স্ট্যান্ড-এ একটি প্রতিবাদ সভা করেন তাঁরা। তীর, ধনুক, বর্শা নিয়ে প্রতিবাদে শামিল হন।

আরও পড়ুন-টেস্টের সেরা দূত হল বিরাট : শাস্ত্রী

ডুয়ার্সের সমস্ত এলাকা থেকে অনেক আদিবাসী মানুষ এই সভায় অংশগ্রহণ করেন। এদিন আদিবাসী সমাজের পক্ষে বক্তব্য রাখতে গিয়ে তাদের প্রতিনিধি ধনরাজ টিজ্ঞা বলেন, চলতি মাসের ১৬ তারিখ চালসায় সভা করতে এসে আমাদের নেতা তথা জলপাইগুড়ি জেলা আইএনটিটিইউসির সভাপতি রজেশ লাকড়ার নাম করে কটূক্তি করেন। আমাদের সমাজ, আমাদের নেতাকে অপমান করেছে গদ্দার অধিকারী। তার বক্তব্যে গোটা আদিবাসী সমাজ ক্ষুব্ধ। এরপরে তাকে আর ডুয়ার্সে এবং আদিবাসী এলাকায় ঢুকতে দেবেন না তাঁরা। উল্লেখ্য, এর আগেও মন্ত্রী বীরবাহা হাঁসদা সম্পর্কে অত্যন্ত কুরুচিকর মন্তব্য করেন গদ্দার অধিকারী। এই ঘটনার পর তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করা হয়। বারে বারে আদিবাসী সম্প্রদায়ের মানুষের প্রতি গদ্দারের কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে রাজ্য জুড়ে প্রতিবাদের ঝড় ওঠে।

আরও পড়ুন-আবেশের সঙ্গে জুটি জমেছে অর্শদীপের

তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে এই প্রতিবাদে এগিয়ে আসন সাধারণ মানুষও। কিন্তু তারপরেও এই অপমান চলছে। আদিবাসী নেতা রাজেশ লাকড়ার প্রসঙ্গেও কটূক্তি করায় এবার ডুয়ার্সের আদিবাসী সমাজ গদ্দারকে এলাকায় ঢুকতে দেওয়া হবে না বলে গর্জে উঠল। এ প্রসঙ্গে আইএনটিটিইউসির জেলা সভাপতি ও আদিবাসী নেতা রাজেশ লাকড়া (টাইগার) বলেন, আদিবাসী সমাজ আমাকে সম্মান করে। গদ্দার অধিকারীর অপমানের জবাব তরাই-ডুয়ার্সের আদিবাসী মানুষরা দেবেন।

Latest article