প্রতিবেদন : বয়ঃসন্ধি কালের ছেলেমেয়েদের নানান সমস্যার সমাধানে দেশের মধ্যে প্রথম পশ্চিমবঙ্গে তৃণমূলস্তরে কাজ শুরু হচ্ছে। এই ব্যাপারে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সামিল করে ছাত্রছাত্রীদের কিভাবে এই ধরনের সমস্যার হাত থেকে বের করা যাবে তার রূপরেখাও চূড়ান্ত করা হল। কলকাতায় ইন্ডিয়ান অ্যাকাডেমি অফ পেডিয়াট্রিক্সের (Indian Academy of Pediatrics) উদ্যোগে আয়োজিত দু’দিনের এক আলোচনচক্রে ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতিতে এই নিয়ে বিস্তারিত আলোচনা হল। এশিয়াতেই এইরকম আন্তর্জাতিকস্তরের সেমিনার এই প্রথম হল। যেখানে উপস্থিত স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ও বিধায়ক ডাঃ রাণা চট্টোপাধ্যায় সহ শ্রীলঙ্কা, নেপাল, বাংলাদেশ, পাকিস্তান সহ এশিয়ার বিভিন্ন দেশের বিশিষ্ট চিকিৎসক ও মনোবিদরা। ছিলেন ইন্ডিয়ান অ্যাকাডেমি পেডিয়াট্রিক্স (Indian Academy of Pediatrics) ও হু’য়ের প্রতিনিধিরাও। এই আলোচনাচক্রে বয়সন্ধিকালে ছেলেমেয়েদের শারীরিক ও মানসিক কি ধরনের সমস্যা আসতে পারে ও তা থেকে বেরিয়ে আসার উপায় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা হয়। এই বয়সেও ছেলেমেয়েদের কি কি টিকাকরণ করাতে হবে তাও বলা হয়। ডাঃ রাণা চট্টোপাধ্যায় জানান ‘বয়সন্ধিকালে ছেলেমেয়েদের বিভিন্ন সমস্যা ও তার সমাধান নিয়ে এশিয়ায় এই ধরনের প্রথম আন্তর্জাতিকস্তরের সেমিনার হল। এখানে যেসব বিষয়গুলি আলোচনায় উঠে এসেছে সেগুলি দ্রুত তৃণমূলস্তরে রূপায়িত করা হবে। এই কাজে স্কুলগুলিকেও সামিল করা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এই ব্যাপারে সবসময় উৎসাহ দিচ্ছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে বিষয়টি রাজ্যে শিক্ষার পাঠক্রমে অন্তর্ভুক্ত হয়েছে। এবার এই ধরনের বিষয় নিয়ে আমরা একদম স্কুল ধরে ধরে কাজ শুরু করবো। আলোচনাসভায় এই বিষয়ে বিস্তারিত কথাবার্তা হয়েছে। এই রাজ্যেই প্রথম এই ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এর ফলে বয়সন্ধিকালে ছেলেমেয়েদের যেকোনও সমস্যায় দ্রুত সমাধান করা সম্ভব হবে।’
আরও পড়ুন-বাঘে-মানুষে সহাবস্থান বাড়াতে সুন্দরবনে সক্রিয় বন দফতর