বোল্লা রক্ষাকালী নিষিদ্ধ হল বলি

Must read

সংবাদদাতা, বালুরঘাট : বোল্লা রক্ষাকালী (Bolla raksha kali Puja) পুজোয় বন্ধ হল পাঁঠাবলি। ১১ নভেম্বর শুক্রবার থেকে দক্ষিণ দিনাজপুর জেলার বোল্লা এলাকায় শুরু হতে চলেছে বোল্লা রক্ষাকালী পুজো (Bolla raksha kali Puja)। প্রতি বছর বোল্লা রক্ষাকালীমাতার পুজো উপলক্ষে বিশাল মেলা বসে বোল্লা এলাকায়। উত্তরবঙ্গের সর্ববৃহৎ মেলাগুলির মধ্যে অন্যতম বোল্লা মেলায় প্রতিবছর লক্ষাধিক মানুষের সমাগম হয়। দূরদূরান্ত থেকে আগত এত বিপুল সংখ্যক ভক্তের ভিড় সামলাতে জেলা প্রশাসন প্রস্তুতি গ্রহণ করে আগে থেকেই। এবারেও তার অন্যথা হয়নি। ইতিমধ্যেই জেলাশাসক বিজিন কৃষ্ণা ও পুলিশ সুপার রাহুল দে বোল্লা মন্দির চত্বর এলাকা পরিদর্শন করার পাশাপাশি জেলা প্রশাসনের আধিকারিকরা বোল্লা রক্ষাকালীমাতা পুজো কমিটির সঙ্গে বৈঠকও করেছেন। উল্লেখ্য, প্রতিবছর বোল্লারক্ষাকালী মাতার পুজোয় প্রচুর পাঁঠাবলি হত।

আরও পড়ুন-বাঘে-মানুষে সহাবস্থান বাড়াতে সুন্দরবনে সক্রিয় বন দফতর

Latest article