বন্‌ধ বিরোধিতায় আইএনটিটিইউসি

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলির ডাকা সাধারণ ধর্মঘটের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ জানাতে চলেছে আইএনটিটিইউসি পরিচালিত তৃণমূল কংগ্রেস চা-বাগান শ্রমিক ইউনিয়ন। শুক্রবার শিলিগুড়িতে এই নিয়ে তৃণমূল কংগ্রেস চা-বাগান শ্রমিক ইউনিয়নের সঙ্গে বৈঠক করেন আইএনটিটিইউসি রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Bandyopadhyay)। বৈঠকের পরে ঋতব্রতবাবু সাংবাদিকদের বলেন, আগামী ২৮ ও ২৯ তারিখ বিভিন্ন কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলো বন্‌ধ ডেকেছে। আমরা তার বিরোধিতা করছি। আমরা মনে করি, বন্‌ধ ডেকে সমস্যার সমাধান হয় না। যদিও বিষয়গুলোর সম্পর্কে আমরা সহমত। রাজ্যকে সচল রাখতে ২৭ তারিখ সর্বত্র গোটা রাজ্য জুড়ে প্রচারে সংগঠিত হবে। উত্তরবঙ্গের বিভিন্ন চা-বাগানগুলোতে ১০০ শতাংশ শ্রমিকের হাজিরা থাকবে। ২৮ তারিখ সকালে ৭টা থেকে ৭.৩০ পর্যন্ত গেট মিটিং করে কাজে যোগ দেবেন। এই কর্মনাশা ধর্মঘট সর্বাত্মকভাবে শ্রমিকরা বিরোধিতা করবেন। ঋতব্রত (Ritabrata Bandyopadhyay) বলেন, ফুটেজ ও মাইলেজ পাওয়ার জন্য শ্রমিকদের রুজিরুটি নিয়ে টানাটানি করছে এইসব শ্রমিক সংগঠনগুলো। যা কাম্য নয়। ৬২৯২২৬২৪৬৩ এই নম্বরে হেল্পলাইন চালু করা হয়েছে তিন মাস আগে। বৃহত্তর শ্রমিকদের স্বার্থে এই নম্বর চালু হয়েছে। এবার উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় চা-বাগানের গেটগুলির সামনে বড় বড় হোর্ডিং করে লাগানো হবে। শ্রমিকরা জানাতে পারবেন তাঁদের অভিযোগ।

Latest article