দুবাই, ২১ অক্টোবর : টি-২০ বিশ্বকাপে ভারতকেই ফেভারিট হিসাবে বেছে নিলেন ইনজামাম-উল-হক। তিনি বলেছেন, মরুদেশের পরিবেশ একেবারে উপ-মহাদেশের মতো। তাই এই পরিবেশে ভারতকেই সবথেকে বিপজ্জনক দল মনে হচ্ছে তাঁর।
বুধবার অস্ট্রেলিয়াকে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে অনায়াসে হারিয়েছে ভারত। বিরাট কোহলি দলে না থাকলেও জিততে অসুবিধা হয়নি নীল জার্সিধারীদের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের নেতৃত্ব দেন রোহিত শর্মা। তিনি ৬০ রান করে অবসৃত হন। নিজের ইউটিউব চ্যানেলে ইনজামাম বলেছেন, ‘‘কোনও টুর্নামেন্টেই কোনও নির্দিষ্ট দল সম্পর্কে বলা যায় না যে তারা চ্যাম্পিয়ন হবে। শুধু এটা বলা যায় যে, কাদের কতটা জেতার সুযোগ আছে। আমার হিসাবে অন্য দলের থেকে ভারতের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা বেশি। বিশেষ করে মরুদেশের এই পরিবেশে। এছাড়া ভারতীয় দলে বেশ কয়েকজন অভিজ্ঞ টি-২০ প্লেয়ারও আছে।”
আরও পড়ুন-চারে নেই অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড
প্রাক্তন পাক অধিনায়ক ইনজি আরও বলেছেন, ‘‘ভারত প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়াকে সহজেই হারিয়েছে। এই বিশ্বকাপে ভারত হল সবথেকে বিপজ্জনক দল। অস্ট্রেলিয়ার রানকে তাড়া করতে ওদের বিরাটেরও দরকার পড়ল না।” রবিবার ভারত ও পাকিস্তান বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচে পরস্পরের মুখোমুখি হবে। ইনজামাম যা নিয়ে বলেছেন, ‘‘এটা হল ফাইনালের আগে ফাইনাল। আর কোনও ম্যাচ ঘিরে এমন হাইপ ওঠে না। এমনকী ২০১৭-র চ্যাম্পিয়ন্স ট্রফিতেও এই দু’দল শুরু করেছিল। শেষও করেছিল। দুটো ম্যাচই ফাইনালের মতো মনে হয়েছিল। এবার যারা প্রথম ম্যাচে জিতবে, তারা মানসিকভাবে এগিয়ে থাকবে। তাদের উপর থেকে পঞ্চাশভাগ চাপ কমে যাবে।”
এদিকে, পাকিস্তানের প্রাক্তন অলরাউন্ডার মুদাসসর নজর মনে করেন, পাকিস্তানের সামনে ফের এশীয় ক্রিকেটে সেরা হওয়ার সুযোগ রয়েছে। তবে ভারতীয় বোর্ড যেভাবে আইপিএলকে দেশজ ক্রিকেটের পরিকাঠামোর প্রস্তুতিতে কাজে লাগিয়েছে, তার প্রশংসা করেছেন প্রাক্তন পাক ওপেনার। তিনি অবশ্য মনে করেন, রামিজ রাজার নেতৃত্বে পিসিবি এবার ঘুরে দাঁড়াবে।